shono
Advertisement
Nisith Pramanik

সংখ্যালঘু অধ্যুষিত গ্রামকে 'মিনি বাংলাদেশ' কটাক্ষ, কোতয়ালি থানায় নিশীথের বিরুদ্ধে FIR

যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে।
Published By: Sayani SenPosted: 04:19 PM Jan 04, 2026Updated: 04:19 PM Jan 04, 2026

বিক্রম রায়, কোচবিহার: কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত সুকটাবাড়ি গ্রামকে 'মিনি বাংলাদেশ' বলে কটাক্ষ। এমন কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার তাঁর বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে।

Advertisement

গত ২ জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর সভা ছিল। সেই জনসভার মঞ্চে ছিলেন নিশীথ প্রামাণিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি সংখ্যালঘু অধ্যুষিত সুকটাবাড়ি গ্রামকে 'মিনি বাংলাদেশ' বলে উল্লেখ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারবাসীর কাছে ভোটদানের আর্জি জানান। এবার বিজেপিকে ভোট না দিলে সুকটাবাড়ি গ্রামের বাসিন্দারা আগামী দিনে অশান্তি করবেন বলে দাবি করেন। তারপর থেকে এলাকায় অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় রয়েছেন সুকটাবাড়ির বাসিন্দারা। আর তার জেরেই নিশীথের বিরুদ্ধে বেজায় চটে স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছেন তাঁরা। কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

গত বছরের ১৮ ডিসেম্বর, কলকাতা পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের 'মিনি পাকিস্তান' মন্তব্যে শোরগোল পড়ে যায়। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে যদিও ফিরহাদ হাকিম দাবি করেন তিনি কখনও এমন মন্তব্য করেননি। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে জোর রাজনৈতিক টানাপোড়েন। যদিও এই বিষয়ে নিশীথের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গেরুয়া শিবিরের মুখ খোলেনি কেউ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত সুকটাবাড়ি গ্রামকে 'মিনি বাংলাদেশ' বলে কটাক্ষ। এমন কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।
  • এবার তাঁর বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল।
  • যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে।
Advertisement