shono
Advertisement

Breaking News

Sougata Roy

বাংলাদেশে হিন্দুহত্যায় বিজেপির প্রতিবাদ মিছিল, রাস্তায় আটকে পড়ে অটোয় উঠলেন সৌগত

বিজেপির মিছিলের জেরে মধ্যমগ্রাম-সোদপুর রোডে যানজট, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ।
Published By: Sucheta SenguptaPosted: 09:07 PM Dec 20, 2025Updated: 09:46 PM Dec 20, 2025

অর্ণব দাস, বারাকপুর: হিন্দু হত্যা, একাধিক ভবনে অগ্নিসংযোগ - মৌলবাদীদের নারকীয় কার্যকলাপের জেরে এই মুহূ্র্তে বারুদের স্তূপে বাংলাদেশ। নিশানায় সংখ্যালঘুরা। প্রতিবেশী দেশে এহেন অশান্তির প্রতিবাদে শনিবার পানিহাটিতে মিছিল করল বিজেপি। আর মধ্যমগ্রাম-সোদপুর রোড সেই মিছিলের জেরে আটকে পড়লেন স্থানীয় সাংসদ সৌগত রায়। শেষমেশ গাড়ি থেকে নেমে অটোয় উঠে তিনি গন্তব্যে পৌঁছন। এনিয়ে বর্ষীয়ান সাংসদের বক্তব্য, ''পানিহাটি মেলায় যাচ্ছিলাম। বিজেপির মিছিলে আটকে পড়ি, কিছুটা হেঁটে, অটোয় উঠে সেখানে যাই। এভাবে রাস্তাজুড়ে মিছিল ঠিক নয়।''

Advertisement

শনিবার সন্ধ্যায় পানিহাটি উৎসবের উদ্বোধন করতে যাচ্ছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সেসময় পানিহাটিতে মিছিল চলছিল বিজেপির। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি, হিন্দু নাগরিককে পিটিয়ে হত্যার মতো ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মিছিল তাঁদের। দলীয় পতাকা হাতে, বাংলাদেশ বিরোধী স্লোগান তুলে রাস্তা জুড়ে মিছিল চলছিল। তাতে মধ্যমগ্রাম-সোদপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়। পথচারীরা আটকে পড়েন। এমনকী এই মিছিলের মাঝে আটকে পড়েন সাংসদ সৌগত রায়ও। বেশ কিছুক্ষণ রাস্তায় আটকে থাকার পর তিনি গাড়ি থেকে নেমে অটোয় ওঠেন। সাধারণ যাত্রীদের মতো অটোয় চড়েই তিনি পৌঁছন পানিহাটি মেলায়।

এনিয়ে সৌগতর বক্তব্য, ''আমার পানিহাটি মেলায় যাওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। সেই সময়ে ওরা (বিজেপি) রাস্তা অবরোধ করে। ৫০ জন লোক রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। এটা ঠিক হয়নি। এই সময়ে আমাদের কর্মীরা ওখানে গেলে বড়সড় সংঘাত হতে পারত। আমি চাইনি সেটা। তাই আমি নিজে গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে, কিছুটা অটোয় করে পানিহাটি মেলায় পৌঁছই।'' বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদের মত, ভারত সরকারের কিছু করা উচিত। বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপি নেতা জয় সাহা বলেন, "বাংলাদেশের ঘটনার পর সমস্ত হিন্দুদের একত্রিত করতেই আমাদের এই প্রতিটি বিক্ষোভ। সিএএ করে কেন্দ্রীয় সরকার হিন্দুদের পাশে রয়েছে, সেই বার্তা আগেই দিয়েছে। সৌগতবাবু এলাকার সাংসদ, গাড়ি থেকে নেমে দু'পা হেঁটেছেন তাতে অসুবিধা হয়েছে! তৃণমূলেরও মিছিল মিটিংয়েও অনেকের ভোগান্তি হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে হিংসা পরিস্থিতির প্রতিবাদে বিজেপির মিছিল।
  • মধ্যমগ্রাম-সোদপুর রোডে আটকে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
  • হেঁটে, অটোয় চড়ে গন্তব্যে পৌঁছন তিনি।
Advertisement