দেব গোস্বামী, বোলপুর: ২১ জুলাইয়ে এবার অনুব্রত নেই। একসময় জেলা দলীয় কর্মী-সমর্থকদের কলকাতা যাওয়ার সমস্তই ব্যবস্থা করতেন তিনি। বিশেষ দিনে সুকন্যার গাড়ির চালকের স্মৃতিতে হঠাৎই অনুব্রত। তাঁর অনুপস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট। যা ইতিমধ্যেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছাপ ফেলেছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন অনুব্রতর অনুপস্থিতি নিয়ে একাধিক পোস্ট করলেন তুফান।

শহিদ দিবসে কলকাতার মঞ্চে না থাকলেও প্রতি বছর বিশেষ ভূমিকায় দেখা যেত অনুব্রতকে। বরাবরের তৃণমূলের একনিষ্ঠ কর্মী তিনি। সব বছরই শহিদ দিবসে অংশগ্রহণ করেন তিনি। শুধু ব্যতিক্রম ২০২২ সাল। শারীরিক অসুস্থতার কারণেই উপস্থিত হতে পারেননি কলকাতায়। তা সত্ত্বেও বাসে, ট্রেনে চড়িয়ে দায়িত্ব নিয়ে খাবার, জল-সহ দু’লক্ষ কর্মী-সমর্থকদের পাঠান। সব দায়িত্বই অভিভাবকের মতো পালন করতেন। এবার তাঁর অনুপস্থিতিই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সুকন্যার গাড়ির চালক তুফান মির্ধা। এবছর দৃশ্য সম্পূর্ণ আলাদা। এই প্রথমবার শহিদ দিবসের প্রস্তুতি থেকে শুরু করে সবকিছুতেই ‘ব্রাত্য’ অনুব্রত। তুফানের পোস্ট নিয়ে শাসকদলের কর্মী-সমর্থকদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে।
[আরও পড়ুন: কখনও ছবি ফ্লপ হলেও আমি ফ্লপ নই: অপরাজিতা আঢ্য]
গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পরই মেয়ে সুকন্যার গাড়িচালক তুফান মির্ধা বেশচর্চিত নাম। প্রসঙ্গত, অনুব্রতকে ইডি’র দিল্লিতে নিয়ে যাওয়ার দিনও শক্তিগড়ে খাবার টেবিলে বসে বৈঠক করতে দেখা যায় তুফান মির্ধাকে। অনুব্রতর একান্ত বিশ্বস্তদের মধ্যে একজন তুফান। বোলপুরের কালিকাপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়ি চালিয়ে আসছিলেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর নামে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে বলেও দাবি করে সিবিআই। তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২১ জুলাই একটা আবেগ, একটা সংগ্রাম’-এর দিনটিতে অন্যভাবে দেখেছিলেন তুফান। আর পাশে থেকে সব সময় অনুব্রতর ব্যস্ততা দেখেছিলেন। অনুব্রতর অনুপস্থিতিতে হা-হুতাশ তুফানের। যদিও তুফান মির্ধা সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি।