shono
Advertisement

মহেশতলা দখলেই রাখল তৃণমূল, সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় বিজেপি

প্রায় ৬৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী তৃণমূলের দুলাল দাস। The post মহেশতলা দখলেই রাখল তৃণমূল, সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:26 PM May 31, 2018Updated: 02:41 PM May 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা ছিলই৷ অপেক্ষা ছিল শুধুই ঘোষণার৷ বৃহস্পতিবার সবুজ আবির উড়িয়ে ফের মহেশতলায় বিধানসভা কেন্দ্রের দখল নিল তৃণমূল৷ ৬২ হাজার ৮৯৬ ভোটের ব্যবধানে বিজেপি ও বাম-কংগ্রেস জোটকে ধূলিসাৎ করে রাজ্য বিধানসভায় নিজের জায়গা পাকা করেন নিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস৷

Advertisement

মহেশতলা উপনির্বাচনে ভোট গণনার ফলাফল বলছে, বিরোধীদের গুঁড়িয়ে মোট ৬২ হাজার ৮৯৬ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনেন তৃণমূল প্রার্থী দুলাল দাস৷ তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৮১৮টি ভোট৷ বিজেপি এবারও উঠে এসেছে দ্বিতীয় স্থানে৷ গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ৪১ হাজার ৯৯৩টি৷ বাম-কংগ্রেস জোটের ভোট ভাগ্য এবারও পুড়েছে৷ জোট গড়ে লড়াই করার পরও বাম-কংগ্রেস প্রার্থীর ভোটবাক্সে পড়েছে ৩০ হাজার ৩১৬টি ভোট৷

পঞ্চায়েত নির্বাচনের মতো মহেশতলার নির্বাচনে বিজেপির ফলাফল দেখে খুশি বঙ্গ বিজেপি৷ বিজেপির দাবি, ২০১৬ বিধানসভা থেকে এবার উপনির্বাচনে ২৭ হাজার ৮৪ ভোট বেড়েছে৷ বাম ও কংগ্রেস এর বড় অংশের ভোট বিজেপির ঝুলিতে এসেছে বলে জানালেন দিলীপ ঘোষ৷ দিলীপবাবুর মন্তব্য, বিজেপির ২৭ হাজার ভোট বেড়েছে। সেখানে তৃণমূলের ভোট বেড়েছে ১২ হাজার৷ দিলীপ ঘোষের আরও মন্তব্য, ‘‘বিজেপি যে গতিতে এগোচ্ছে, সেই গতি এখানেও রয়েছে। আমরা বাম-কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানটা পাকা করেছি আমরা৷’’ দক্ষিণ ২৪ পরগনা জেলায় সাংগঠনিক ভাবে বিজেপি দুর্বল৷ তবুও বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসায় রাজ্য বিধানসভা দখলের ‘স্বপ্ন’ দেখতে শুরু করেছে গেরুয়া শিবির৷

এমনিতেই উপনির্বাচনে শাসকদল বাড়তি সুবিধা পেয়ে থাকে৷ তারপর দুলাল দাসের নিজের জনপ্রিয়তা তাঁকে জয়ের পথে সহজেই এগিয়ে দিয়েছে৷ মহেশতলা উপনির্বাচনে বেশ পিছিয়ে বাম-কংগ্রেস জোট ও বিজেপি৷ ভোটের ব্যবধান প্রায় অনেক৷ তৃণমূল বিধায়ক কস্তুরি দাসের মৃত্যুর পর ওই কেন্দ্রে উপ-নির্বাচনের লড়াইয়ে নামে তৃণমূল, বাম-কংগ্রেস ও বিজেপি৷ নির্বাচনে তৃণমূল টিকিটে ভোটে লড়েন সম্পর্কে মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়ের শ্বশুর তথা প্রয়াত তৃণমূল বিধায়ক কস্তুরীর স্বামী দুলালচন্দ্র দাস৷ কংগ্রেস-সিপিএম জোটের হয়ে ভোটে লড়েন প্রভাত চৌধুরি ও বিজেপির টিকিটে লড়াইয়ে ময়দানে নেমেছেন সুজিত কুমার ঘোষ৷

তবে, দুলালের জয়ের খবরে বেশ খানিকটা মানসিক চাপ বাড়ল মেয়রের ঘাড়ে৷ কারণ, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নিকটাত্মীয় দুলাল দাস। সম্পর্কে মেয়রের শ্বশুরমশাই তিনি। তবে আপাতত মেয়ে ও জামাইয়ের মধ্যে চলা লড়াইয়ে কিছুটা চিড় ধরেছে সম্পর্কে বলেই মনে করা হচ্ছে। স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে শিরোনাম দখল করেছেন মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়। পালটা তোপ দাগতে ছাড়েননি মেয়রও। অন্দরের খবর, কলহের কারণ নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এই জটিলতার মধ্যে দুলাল দাসের জয়ে দলের মধ্যে আরও চাপে রয়েছেন শোভন৷

The post মহেশতলা দখলেই রাখল তৃণমূল, সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement