shono
Advertisement

সময়ের পরও বাংলা নিয়ে কথা কেন? মোদির সাংবাদিক বৈঠক নিয়ে কমিশনে তৃণমূল

বাংলায় প্রচারের শেষ সময়সীমা ছিল বৃহস্পতিবার রাত ১০টা৷ The post সময়ের পরও বাংলা নিয়ে কথা কেন? মোদির সাংবাদিক বৈঠক নিয়ে কমিশনে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM May 17, 2019Updated: 07:39 PM May 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট বড় বালাই৷ পাঁচ বছরের মধ্যে প্রথমবার সাংবাদিক বৈঠকে বসলেন নরেন্দ্র মোদি৷ যদিও বৈঠকের মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’ই৷ প্রধানমন্ত্রীর গলায় শুধুমাত্র শোনা গেল আত্মবিশ্বাসী দু,এক কথা৷ দাবি তুললেন, ফের ৩০০ আসন নিয়ে সরকার গড়বেন৷ কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড, অমিত শাহ সাংবাদিক বৈঠকেও বাংলার বিরুদ্ধে সুর চড়ালেন৷ অভিযোগ তুললেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অন্তত ৮০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷

Advertisement

মোদি-শাহ’র প্রায় আধঘণ্টার সাংবাদিক বৈঠকের এই অংশটিকেই হাতিয়ার করেছে রাজ্যের শাসকদল৷ জানা যাচ্ছে, অমিত শাহর এই অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷ তাঁদের যুক্তি, বাংলায় প্রচারের শেষ সময়সীমা ছিল বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত৷ সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাংলা নিয়ে কথা বলার অর্থ, এখানকার বিজেপি কর্মীদের উৎসাহিত করা, বকলমে যা প্রচারের শামিল৷ তাই নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করেছেন বিজেপি শীর্ষ নেতারা, এই অভিযোগই কমিশনের কাছে তুলে ধরতে চায় রাজ্যের শাসকদল৷

[ আরও পড়ুন: সরকারি জমি দখল করে বিজেপির কার্যালয়! ব্যবস্থা নিচ্ছে দিনহাটা পুরসভা]

গত মঙ্গলবার সন্ধেয় শহরে অমিত শাহর রোড শো চলাকালীন কলেজ স্ট্রিট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, যার জের গড়ায় বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের শ্বেতমূর্তির ভাঙচুর পর্যন্ত৷ এবং তার জেরেই পরবর্তী সময়ে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন৷ শেষ দফা অর্থাৎ আগামী ১৯ মে ভোটের আগে কমিশন তার বিশেষ ক্ষমতা অনুযায়ী একেবারে নজিরবিহীনভাবে ৩২৪ ধারা প্রয়োগ করে বাংলায়৷ যার ফলে রাজ্যে রাজনৈতিক প্রচারের সময়সীমা কমে যায় বেশ কয়েকঘণ্টা৷ সারা দেশে যখন শুক্রবার বিকেল ৬টা পর্যন্ত প্রচারের সময়সীমা, সেখানে পশ্চিমবঙ্গে প্রচার শেষের নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয় বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত৷

[ আরও পড়ুন: দুর্গম পথ, সময়ের আগেই সুন্দরবনের বুথে হাজির ভোটকর্মীরা]

কিন্তু বাস্তবে দেখা গেল, প্রচারের শেষলগ্নে সাংবাদিক বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্ব বাংলাকে বাদ দিয়ে কথা বললেন না৷ কাজেই, কমিশনের বেঁধে দেওয়া সময়ের বাইরে গিয়েই তাঁরা বাংলার হয়ে প্রচার করলেন৷ একে নির্বাচনী বিধিভঙ্গ বলে তৃণমূল চিহ্নিত করেছে৷ আর এই যুক্তি নিয়েই রাজ্যের শাসকদলের নেতারা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চান বলে অভিযোগ৷

The post সময়ের পরও বাংলা নিয়ে কথা কেন? মোদির সাংবাদিক বৈঠক নিয়ে কমিশনে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement