shono
Advertisement
Mongalkote

দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই মঙ্গলকোটে 'খুন' তৃণমূল কর্মী? মৃতের পরিবারের অভিযোগে চাঞ্চল্য

সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 02:22 PM Feb 14, 2025Updated: 04:47 PM Feb 14, 2025

ধীমান রায়, কাটোয়া: মঙ্গলকোটের আটঘড়ার কাছে পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যুতে এবার খুনের অভিযোগ দায়ের হল। মৃতের পরিবারের তরফে মঙ্গলকোট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তৃণমূলেরই একটা অংশ এই কাজের সঙ্গে জড়িত। এমন অভিযোগে ফের প্রকট হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।

Advertisement

তৃণমূল কর্মী লালু শেখের ছেলে শাহিন শেখের অভিযোগের তির তৃণমূল নেতা-কর্মীদের দিকেই। বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, "আমরা আশা রাখছি পুলিশ ওই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা মৃত এবং জখম দলীয় কর্মীর পরিবারের পাশে আছি।" বৃহস্পতিবার মৃত লালু শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।

মঙ্গলকোটের লাখুড়িয়া অঞ্চল তৃণমূল সভাপতি মফিজুল শেখ এবং লাখুড়িয়া পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবির শ্বশুর লালু শেখ বাইকে চড়ে বুধবার কাটোয়া আদালতে গিয়েছিলেন। দুজনেই কল্যাণপুর গ্রামের বাসিন্দা। মফিজুল ও লালু শেখের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। পুরনো একটি মামলায় হাজিরা দিতে মফিজুল কাটোয়া আদালতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর। বাইকে চড়ে ফিরে আসার পথে নতুনহাট গুসকরা সড়কপথে আটঘড়া ও কল্যাণপুরের মাঝামাঝি এলাকায় একটি ইটভাটার কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সড়কপথের ধারে দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। উদ্ধার করে নতুনহাট হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা লালু শেখকে মৃত বলে ঘোষণা করেন। মফিজুল শেখকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মৃতের ছেলে শাহিন শেখ বলেন, "চারচাকা গাড়ি আচমকা ব্রেক কষলে বাইকটি গাড়ির পিছনে ধাক্কা মারে। দুজন ছিটকে পড়ে গেলে তাঁদের মারার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ঘটনার আগে কয়েকজন মিলে এই পরিকল্পনা করেছিল।" এদিকে পুলিশের হাতে একটি চার সেকেন্ডের সিসিটিভি ফুটেজ এসেছে। সেই ভিডিও দেখে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিন দুপুর পর্যন্ত গ্রেপ্তারির খবর নেই। বুধবার রাতের ওই ঘটনার পর থেকেই মঙ্গলকোটে চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃণমূল কর্মীর মৃত্যুতে এবার খুনের অভিযোগ দায়ের হল।
  • মৃতের পরিবারের তরফে মঙ্গলকোট থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
  • এমন অভিযোগ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।
Advertisement