নিজস্ব সংবাদদাতা বনগাঁ: লোন পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ! উত্তরাখণ্ড থেকে অভিযুক্ত এক মহিলাকে গ্রেপ্তার করে আনল বাগদা থানার পুলিশ। ধৃত ওই মহিলার নাম সোনালি রায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগদা থানার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের কুজারবাগি গ্রামে। ইতিমধ্যে ধৃত সোনালিকে দফায় দফায় জেরা করছে পুলিশ। গা ঢাকা দিতেই ওই মহিলা উত্তরাখণ্ড গিয়েছিল, নাকি অন্য কারণ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ধৃতের কড়া শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছেন প্রতারিতরা।
স্থানীয়রা জানিয়েছেন, সোনালি রায় নামে ওই মহিলা একাধিক ব্যক্তিকে ব্যাংক ও একটি সংস্থা থেকে লোন পাইয়ে দেওয়ার কথা বলে সমস্ত নথি নেয়। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন বাবদ বিভিন্ন সময়ে ওই মহিলা ওই সমস্ত ব্যক্তিদের থেকে টাকা নেয় বলেও অভিযোগ। প্রতারিতদের অভিযোগ, এমন করে বহু মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ওই মহিলা হাতিয়ে নেয়। কিন্তু দিনের পর দিন লোন না পেয়ে পরবর্তী সময় অভিযুক্তকে চাপ দিতেই সে অন্যত্র পালিয়ে যায় বলে দাবি৷ এরপরেই অভিযুক্ত সোনালির বিরুদ্ধে স্থানীয় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত উত্তরাখণ্ডে পালিয়ে গিয়েছে। সেখানে হানা দিয়ে পুলিশ সোনালি রায়কে গ্রেপ্তার করে নিয়ে আসে। আজ শুক্রবার ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠায়। এই বিষয়ে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শম্পা অধিকারী বলেন, ''মালিপোতা পঞ্চায়েতের কুজার বাগি গ্রামের বাসিন্দা মহিলা সোনালি রায় একাধিক পুরুষ ও মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে বা অন্যান্য প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। প্রতারিতরা সবাই আমার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানায়। এরপরেই বাগদা থানার বড়বাবুকে বিষয়টা জানাই। পুলিশ অভিযুক্তকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করেছে।'' শম্পাদেবী বলেন, পুলিশের কাছে আবেদন করব, যত দ্রুত সম্ভব প্রতারিতদের টাকা উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য।
