সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সমস্ত সীমান অতিক্রম করেছে। বাংলার মানুষের কাছে সেজন্য বিজেপির এখন আশা। বাংলায় সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হ্যান্ডেলে বার্তা দিয়ে তৃণমূলকে একহাত নিলেন। আগামী কাল, শনিবার রানাঘাটে তিনি সমাবেশ করবেন। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগকে সাধারণ মানুষের আস্মনে তুলে ধরা হবে। সেও কথাও তিনি জানিয়েছেন। আজ, শুক্রবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি এক হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন।
বাংলায় আগামী বছর বিধানসভা নির্বাচন। এসআইআরের খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলচে রাজনৈতিক তরজা। সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন। মতুয়া গড়ে সভা করছেন তিনি। যদিও সেই বিষয় নিয়েও শুরু হয়েছে তরজা। এসআইআরে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার হিসেবে নাম বাদ যেতে পারে। সেই আশঙ্কাও করা হচ্ছে।
এদিকে আগামী কাল, শনিবার বাংলায় এসে মোদি তৃণমূলকে সম্পূর্ণ নিশানা করবেন। এক্স হ্যান্ডেলের মোদির বার্তা থেকে সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল। নরেন্দ্র মোদির সঙ্গে সভামঞ্চে থাকছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ীও। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সেরে প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন রানাঘাট-বনগাঁকে? সেই প্রশ্নও রয়েছে।
প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমান বন্দরে নামবে বেলা সাড়ে ১০টা নাগাদ। এরপর হেলিকপ্টারে তিনি রওনা দেবেন তাহেরপুরের উদ্দেশে। ১১টা ১৫ মিনিটে নেতাজি পার্ক ময়দানের সভাস্থলে পৌঁছবেন সভাস্থলে অর্থাৎ নেতাজি পার্ক ময়দানে। ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন তৈরির কাজ শেষ। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার মোদীর হাতে হবে। পাশাপাশিই বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তায় এসপিজি রয়েছে। রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তা, নজরদারি থাকছে।
