সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নামখানা থেকে ফ্রেজারগঞ্জ যাওয়ার পথে বাবুল সুপ্রিয়র গাড়ি আটকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলে অভিযুক্তরা। মন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয়। কোনওক্রমে বিক্ষোভ এড়িয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন মন্ত্রী।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মাঝরাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ার কথা ছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের। তবে গতি বাড়িয়ে শনিবার সন্ধে আটটা নাগাদই এ রাজ্যে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। একের পর এক ভেঙে পড়ে কাঁচাবাড়ি ও গাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। বুলবুলের দাপটে ক্ষতিগ্রস্ত হয় বিঘার পর বিঘা জমি ফসল। ভেঙে যায় একাধিক ফেরিঘাট। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বসিরহাটও একইরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বসিরহাটের হিঙ্গলগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুলবুলে প্রাণও গিয়েছে বেশ কয়েকজনের। ঘূর্ণিঝড়ের কারণেই ফ্রেজারগঞ্জে ট্রলারডুবির ঘটনাও ঘটে। গতকালই বাবুল সুপ্রিয় জানান বুধবার নামখানা ও ফ্রেজারগঞ্জে যাবেন তিনি।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পোস্টারে কাদা, বালতি ভরতি দুধ-গোলাপ দিয়ে সাফাই তৃণমূল কর্মীদের]
বুধবার সকালে নির্ধারিত সময় নামখানায় পৌঁছন মন্ত্রী। নামখানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সেরে বাবুল সুপ্রিয় ফ্রেজারগঞ্জে যাওয়ার পথ বাধার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেন। আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কোনক্রমে বিক্ষোভ থেকে বেরিয়ে ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে রওনা হন বাবুল। তবে এখনও থমথমে এলাকা।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পোস্টারে কাদা, বালতি ভরতি দুধ-গোলাপ দিয়ে সাফাই তৃণমূল কর্মীদের]
The post বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাধার মুখে বাবুল, দেখান হল কালো পতাকা appeared first on Sangbad Pratidin.
