shono
Advertisement

Breaking News

Naihati By Election

উপনির্বাচনে 'খেলা হবে', নৈহাটির তৃণমূল প্রার্থীকে একযোগে সমর্থন ময়দানের তিন প্রধানের

অনেকেই বলছেন, এভাবে শাসকদলের প্রার্থীকে ময়দানের তিন প্রধান থেকে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার সমর্থন বেনজির। 
Published By: Sucheta SenguptaPosted: 05:34 PM Nov 04, 2024Updated: 06:59 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট ময়দানে এবার সরাসরি নামছে ক্লাব ফুটবল! শুনতে অবাক লাগলেও নজিরবিহীনভাবে এটাই সত্যি হতে চলেছে আসন্ন উপনির্বাচনে। নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে এবার একযোগে বার্তা দিলেন ময়দানের তিন প্রধান। সনৎ দে-কে জেতাতে জনতার কাছে আবেদন জানিয়েছেন দেবাশিস দত্ত, দেবব্রত সরকার, মহম্মদ কামারুদ্দিন। আর তাঁদের বক্তব্যকে নিজেদের সোশাল মিডিয়ায় তুলে ধরেছে তৃণমূল। অনেকেই বলছেন, এক প্রার্থীকে জেতাতে ময়দানের দ্বন্দ্ব ভুলে তিন প্রধান কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। শুধু তাইই নয়, তৃণমূল প্রার্থীর সমর্থনে ভিডিও বার্তা দিয়েছেন আইএফএ সচিবও।

Advertisement

২০২৪-এর লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে জিতেছেন নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক। তিনি সাংসদ হওয়ায় নৈহাটি বিধানসভা কেন্দ্রটি বিধায়কশূন্য। নতুন জনপ্রতিনিধি খুঁজে নিতে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৩ তারিখ ভোট। এই কেন্দ্রের শাসক শিবিরের প্রার্থী স্থানীয় নেতা সনৎ দে। তিনি ফুটবল ভক্ত হিসেবে যেমন পরিচিত, তেমনই দক্ষ সংগঠক। নৈহাটিতে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সনৎবাবুর আগ্রহ ও দক্ষতা দেখে আপ্লুত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং মহামেডানের শীর্ষকর্তা মহম্মদ কামারুদ্দিন। এমনকী আইএফএ-র সচিব অনির্বাণ দত্তও তাঁর কাজের প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন। অচিরেই সনৎবাবু তাঁদের কাছের মানুষ হয়ে উঠেছেন।

এবার উপনির্বাচনে সনৎ দে তৃণমূলের প্রার্থী হওয়ায় তাঁকে সমর্থনের জন্য একযোগে ভিডিও বার্তা দিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্তারা। ভিডিও বার্তায় বার বার তাঁদের মুখে শোনা গিয়েছে সনৎ দে-র প্রশংসা। আইএফএ সচিব অনির্বাণ দত্ত থেকে প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায়, সকলে চান, এবার নৈহাটি থেকে তৃণমূল প্রার্থী সনৎ দে জিতুন। তাহলে নৈহাটিবাসী একজন কাজের মানুষ পাবেন বলে মত তাঁদের। ময়দানের প্রধানদের এহেন 'রাজনৈতিক' বার্তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। বলা হচ্ছে, এভাবে শাসকদলের প্রার্থীকে ময়দানের তিন প্রধান থেকে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার সমর্থন বেনজির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে ময়দানের তিন প্রধান।
  • তাঁকে জেতানোর আবেদন জানিয়ে ভিডিও বার্তা দেবব্রত সরকার, দেবাশিস দত্ত, মহঃ কামারুদ্দিনের।
Advertisement