shono
Advertisement

লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ The post লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কিত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:18 PM May 30, 2018Updated: 09:13 PM May 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল কার্শিয়াং-এ৷ দার্জিলিং থেকে নিউ শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে লাইনচ্যুত হয় ট্রেনটি৷ আতঙ্কিত হওয়ায় ৩৫ জন যাত্রীকে নামিয়ে আনা হয় নিরাপদ আশ্রয়ে৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ির এডিআরএম-এর পক্ষ থেকে৷

Advertisement

[সকাল থেকে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, দিঘায় পর্যটকদের ঢল]

বুধবার নির্ধারিত সময় সকাল এগারোটা নাগাদ দার্জিলিং থেকে নিউ শিলিগুড়ি যাচ্ছিল একটি টয় ট্রেন৷ পাহাড়ের অন্যতম এই আকর্ষণের স্বাদ একবার পেতে প্রত্যেকদিনের মতোই এতে সফর করছিলেন ৩৫ জন যাত্রী৷ কিন্তু হঠাৎই লাইন থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করে ট্রেনটি৷ বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রেনে সফররত যাত্রীরা৷ তড়িঘড়ি ট্রেনটিকে থামিয়ে তাঁদের নামানো হয়, নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে৷ সেখান থেকে কেউ পায়ে হেঁটে বা কেউ বাসে করে যান নিজ নিজ গন্তব্যে৷ ঘটনাস্থলে আসেন ট্রেনের কর্মীরা৷ দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় ট্রেনটিকে লাইনে তুলতে সমর্থ হন তাঁরা৷ এইপর ট্রেনটিকে নিয়ে আসা হয় এনজিপি-তে৷ আপাতত বিপদ এড়ানো গিয়েছে৷ কিন্তু টয় ট্রেনের এই এই আকস্মিক দুর্ঘটনা প্রশ্ন তুলছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে৷

[ডোমকলে উদ্ধার ২ কোটি টাকার হেরোইন, বমাল গ্রেপ্তার মাদক পাচারকারী]

মোর্চার আন্দোলনে ফলে তৈরি হওয়া সংঘর্ষের পরিবেশ এবং পাহাড় ধসে দীর্ঘদিন বন্ধ ছিল ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে স্বীকৃত পাহাড়ের টয় ট্রেন৷ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও শুরু হয় তার যাত্রা৷ নতুন করে এর ঐতিহ্যের স্বাদ পেতে পাহাড়ে ছুঁটে যান বিভিন্ন জায়গার মানুষ৷ তবে এই ঘটনা মানুষের সেই আনন্দ-উচ্ছ্বাসে আতঙ্কের পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন অনেকে৷ প্রশ্ন উঠছে টয় ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে৷ তবে এই ঘটনার সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন নিউ জলপাইগুড়ির এডিআরএম পার্থপ্রতীম রায়৷ তিনি বলেন, তদন্ত করে দেখা হবে কী কারণে এমন ঘটনা ঘটল?

The post লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কিত যাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement