shono
Advertisement

লাইনচ্যুত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের একটি কামরা, দুর্ঘটনার কারণ ঘিরে প্রশ্ন

কুয়াশা নাকি চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। The post লাইনচ্যুত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের একটি কামরা, দুর্ঘটনার কারণ ঘিরে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:24 PM Dec 22, 2019Updated: 05:27 PM Dec 22, 2019

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: আসানসোলে লাইনচ্যুত আপ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের একটি কামরা। তবে গতি কম থাকার কারণে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ঘণ্টাখানেক পর রেল আধিকারিকদের তৎপরতায় ট্রেনটির কয়েকটি কামরা ধানবাদের উদ্দেশে রওনা দেয়।

Advertisement

রবিবার সকালে আপ হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসানসোল স্টেশন ছাড়ার পরই ঘটে দুর্ঘটনা। আসানসোল রেল স্টেশনের মুখে ইলেকট্রিক লোকোশেড এর কাছে লাইনচ্যুত হয় ইঞ্জিনের পরের কামরাটি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন আসানসোল রেল ডিভিশনের এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল-সহ অন্যান্যরা। শুরু হয় উদ্ধার কাজ। প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত লাগেজ কামরা-সহ দুটি বগি রেখে ট্রেনটি ধানবাদের উদ্দেশে রওনা দেয়।

[আরও পড়ুন: CAA’র সমর্থনে বিজেপির মিছিলে বাধা, উত্তরপাড়ায় রাস্তা আটকে বিক্ষোভ]

তবে ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা, ইতিমধ্যে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেল ডিভিশনের এডিআরএম রাজীব কুমার বার্নোয়াল। যদিও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ, রবিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়েছে চারিপাশ। ফলে দৃশ্যমানতা কম। তবে কুয়াশা নাকি রেলের কোনও গাফিলতির জেরে এই পরিস্থিতি, তদন্তের পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।  তবে কারণ যাই হোক এদিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা।    

The post লাইনচ্যুত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের একটি কামরা, দুর্ঘটনার কারণ ঘিরে প্রশ্ন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement