অরূপ বসাক, মালবাজার: এবার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা হাতির। বুধবার সকালে আলিপুরদুয়ারের (Alipurduar) চাপরামারি জঙ্গলের কাছ থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে হাতিটি। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের ভূমিকা।
চাপরামারি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে চালসা-নাগরাকাটাগামী রেললাইন। সেই লাইনেই ঘটল দুর্ঘটনা। বুধবার রাত আড়াইটে নাগাদ একটি অন্তঃসত্ত্বা হাতিকে ধাক্কা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। শরীর একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রেল লাইন থেকে উদ্ধার হয় মৃত প্রাণী। খবর দেওয়া হয় বনদপ্তরে।
[আরও পড়ুন: খড়গ্রাম খুনে অভিযুক্তের বাড়িতে হামলা উত্তেজিত জনতার, গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৪]
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তার ময়নাতদন্ত করা হবে। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও এই রেলপথে একাধিক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই রেলকে সতর্কও করা হয়েছে। সমস্যা মেটাতে রেল ও বনদপ্তরের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। তাতেও কমছে না দুর্ঘটনা।
