shono
Advertisement

Breaking News

পরপর দু’দিন ট্রেন বাতিলের প্রতিবাদে রেল অবরোধ হুগলির খন্যানে, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

পরপর দাঁড়িয়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন।
Posted: 09:03 AM Sep 06, 2022Updated: 09:14 AM Sep 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন বাতিলের প্রতিবাদে ফের উত্তাল হুগলি। মঙ্গলবার সকালে ট্রেন বাতিলের প্রতিবাদে হুগলির খন্যান স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। ফলে ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত। পরপর স্টেশনে দাঁড়িয়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

Advertisement

ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীন চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগেই বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়েছিল পূর্ব রেল (Eastern Railway)। বাতিল (Cancel) থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সোমবার, সপ্তাহের কর্মব্যস্ত দিনে ট্রেন ধরতে গিয়ে সেই অসুবিধার মুখে পড়েছেন যাত্রীরা। তার প্রতিবাদেই হুগলির একাধিক স্টেশনে রেললাইনে নেমে শুরু হয় যাত্রীদের অবরোধ (Rail Block)। মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি।

[আরও পড়ুন: বাড়ির সামনে থেকে উদ্ধার কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাবার ব্যাংকের ছেঁড়া নথি, প্রমাণ লোপাটের ছক?]

এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ খন্যান স্টেশনে অবরোধ করেন যাত্রীরা। এর জেরে পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত নাজেহাল হতে হয় যাত্রীদের। এ বিষয়ে পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, “আগামী ১৪,১৫ ও ১৬ তারিখ আরও বেশ কিছু দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল থাকবে। এখনও পর্যন্ত ৫৪ টি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার কথা। কারণ, সেসময় নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে পুরোদমে। সেসময় যাত্রীদের চাপ আরও বেশি করে বোঝা যাবে।” সিপিআরও-র কথায়, “সকলের কাছে সহযোগিতার আরজি জানাচ্ছি। ক’টা দিন একটু সহ্য করুন।” প্রসঙ্গত, বাতিল ট্রেনের তালিকায় রয়েছে ডাউন কুলিক এক্সপ্রেস, ডাউন আজিমগঞ্জ, হুলি এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, শহিদ এক্সপ্রেস, মোকাম এক্সপ্রেস, মা তাঁরা-সহ বহু ট্রেন। 

[আরও পড়ুন: হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে বিপত্তি, প্রাণ গেল বাংলার যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার