মলয় কুণ্ডু: রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হল। বদলি করা হয়েছে মূলত জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে। বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০টি জেলার পুলিশ সুপার পদে দায়িত্ব বদল করা হয়েছে। বুধবারই রাজ্য পুলিশে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করেছিল নবান্ন। এবার জেলা পুলিশের শীর্ষপদে রদবদল করা হল। একাধিক পদে তিন বছর দায়িত্বে ছিলেন অনেক পুলিশ অফিসার। তাই স্বাভাবিক রুটিন মেনে তাঁদের বদলি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ পুলিশ কর্তাদের বদল -
- বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারির নতুন দায়িত্ব পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে।
- ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিনহা হলেন ডিআইজি, মেদিনীপুর রেঞ্জ।
- পুরুলিয়া থেকে মালদহে পাঠানো হয়েছে এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে।
- মালদহ থেকে উত্তর দিনাজপুরের (ট্রাফিক)এর এসপির দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ কুমার যাদবকে।
এছাড়াও আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ির এসপি হয়েছেন ওয়াই রঘুবংশী।
- ডিসি নিউটাউনের দায়িত্ব দেওয়া হয়েছে এসএস (আইবি) শচীনকে। বদলে এসএস (আইবি) হলেন পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার।
- উমেশ জ্ঞানপথ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের নয়া এসপি হয়েছেন।
- রায়গঞ্জ পুলিশ জেলা থেকে ডিসি (পশ্চিমাঞ্চল) আসানসোল দুর্গাপুর হলেন সানা আখতার
- সোনওয়ানে কুলদীপ সুরেশ এসএস (আইবি) থেকে রায়গঞ্জের এসপি হয়েছেন।
-
ডিসি নিউটাউন থেকে এসপি ঝাড়গ্রাম হয়েছেন মানব সিংহ।
-
বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে পলাশ চন্দ্র ঢালিকে।
-
বারুইপুরের এসপি হলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত এসপি (রুরাল) শুভেন্দ্র কুমার।
পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়ায় এসপি করে পাঠানো হয়েছে সৌম্যদীপ ভট্টাচার্যকে। তবে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে এখনই কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার পদেও ব্যাপক রদবদল করেছে নবান্ন।
