অসিত রজক, বিষ্ণুপুর: টিউশন থেকে বাড়ি ফেরার সময় পথ দুঘর্টনায় প্রাণ গেল এক কিশোরীর। দ্রুত গতিতে ছুটে আসা বালি বোঝাই একটি লরি পিষে দেয় তাকে। বাঁকুড়ার জয়পুর ব্লকের চাতরার মোড় সংলগ্ন এলাকার ঘটনা। দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বাসিন্দাদের।
মৃত কিশোরীর নাম শ্রাবন্তী মণ্ডল। বয়স ১৭। একাদশ শ্রেণির ছাত্রী ছিল কিশোরী। লোকপুর বান্না গ্রামেচর বাসিন্দা সে। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে চাতরার মোড়ে টিউশন পড়তে গিয়েছিল শ্রাবন্তী।
[আরও পড়ুন: পাটনায় তড়িদাহত হয়ে মৃত মালদহের শ্রমিক, দেহ ফিরতেই শোকের ছায়া পরিবারে]
বাড়ি ফেরার পথে পিছন থেকে বালি বোঝাই একটি লরি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরীর। তার পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় দেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। ঘাতক লরিটিকে আটক করেছে জয়পুর থানার পুলিশ (Joypur Police Station)।
স্থানীয়দের অভিযোগ, এই চাতরা মোড় সংলগ্ন জনবহুল এলাকায় বালি বোঝাই লরি দ্রুত গতিতে চলাচল করে। আরও অভিযোগ, যান নিয়ন্ত্রণের কোনও পদক্ষেপ করে না পুলিশ। তবে সামনেই রয়েছে পুলিশের সিগনাল তার পরেও কী করে দীর্ঘদিন ধরে এই অচলাবস্থা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।