রাজা দাস, বালুরঘাট: বেড়িয়ে ফেরার পথে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছে সজোরে ধাক্কা গাড়ির। গঙ্গারামপুরে নারোইয়ের দুর্ঘটনায় মৃত্যু বালুরঘাটের দুই ব্যবসায়ীর। আহত চারজন। একই এলাকার দুই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
মৃত দুই ব্যবসায়ীর নাম প্রশান্ত সূত্রধর(৪০) এবং সুবীর গুহ(৪৫)। দু’জনেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের দিপালীনগর এলাকার বাসিন্দা। প্রশান্ত পেশায় স্বর্ণ ব্যবসায়ী। সুবীরের ক্যাটারিং ব্যবসা ছিল। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার বালুরঘাটের ওই দুই ব্যবসায়ী পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন সপরিবারে। গতকাল রাতে নিজেদের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে গঙ্গারামপুর থানার নারোই এলাকায় বিপত্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছে সজোরে ওই দুই ব্যবসায়ীর গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িতে থাকা দুই ব্যবসায়ীর। আহত হন গাড়িতে থাকা আরও চারজন।
[আরও পড়ুন: বউমাকে ঘরে তুলতে কোটি টাকা চান মুকুটমণির বাবা, বিজেপি বিধায়কের কাণ্ডে নয়া তথ্য পুলিশের হাতে]
খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত ও আহতদের উদ্ধার করে। প্রথমে তাঁদের গঙ্গারামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়। তবে আহতদের অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় দু’জনকে শিলিগুড়ি, একজনকে রায়গঞ্জ এবং আরও একজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
