সৈকত মাইতি, তমলুক: ময়নায় বিজেপির (BJP) বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা হত্যাকাণ্ডের কিনারা করতে সক্রিয় পুলিশ। এই ঘটনায় অভিযুক্তদের তালিকা থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। এফআইআরে নাম থাকা সবাইকে একে একে গ্রেপ্তার করে পুলিশ দ্রুত এর কিনারা করতে চায়। এ নিয়ে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞা খুনে গ্রেপ্তার মোট ৩ জন। জানা গিয়েছে, ধৃত তিনজনই এলাকায় সক্রিয় তৃণমূল (TMC) কর্মী বলে পরিচিত।
গত সোমবার রাতে ময়নার (Moyna)বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজে এলাকায় গিয়ে একাধিক কর্মসূচি পালন করেছেন। হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ। মোট ৩৪ জনের নামে এফআইআর (FIR) দায়ের করা হয়। ঘটনার দু’দিনের মধ্যেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মিলন ভৌমিক নামে ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে পরিচিত।
[আরও পড়ুন: আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় করোনা ভাইরাস, স্বস্তি দিয়ে জানাল WHO]
আর শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার করা হল। গোপন অভিযানের ভিত্তিতে বাকচার গোরাবাগান এলাকা থেকে নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল ধরা পড়ে পুলিশের জালে। এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জনের। নন্দন ও সুজয়ও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশের অভিযোগ, তাঁরা জড়িত ছিল বিজয়কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডে। আজ তাঁদের আদালতে পেশ করবে পুলিশ।