সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কাটমানি ফেরতের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। এরই মধ্যে দাবি মতো তোলা না পেয়ে মথুরাপুরে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি করে চম্পট দেওয়ার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই দুষ্কৃতীর। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে মথুরাপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: বর্ধমান থেকে কাটোয়ায় গিয়ে গঙ্গায় ঝাঁপ, তরুণীকে বাঁচালেন দুই কলেজ ছাত্রী]
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় মথুরাপুর থানার লালপুর গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জের বাসিন্দা রমজান মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হাতে গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মথুরাপুর হাসপাতালে ভরতি করে। ঘটনাটি নজরে পড়তেই কয়েকজন স্থানীয় বাসিন্দারা তাড়া করে দুষ্কৃতীদের। অভিযোগ, সেই সময় বোমাবাজি করতে করতে পালালোর চেষ্টা করে দুষ্কৃতীরা। জলঘাটা গ্রামের কাছে তাদের দু’জনকে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা। রায়দিঘি রোডের পাশেই শুরু হয় গণধোলাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। স্থানীয়দের দাবি, নিজেদের ছোঁড়া বোমায় আগে থেকেই জখম হয়েছিল ওই দুই দুষ্কৃতী।
[আরও পড়ুন: ক্লাসরুমেই ঘনিষ্ঠতা! ছাত্রছাত্রীর ভিডিও ভাইরাল হতেই তোলপাড় মগরায়]
পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী রমজান মোল্লার উপর দুষ্কৃতীদল কেন হামলা চালাল, তা এখনও পরিষ্কার নয়। মৃত দু’জন আদৌ দুষ্কৃতীদলেরই সদস্য কিনা, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য নেই পুলিশের কাছে। আহত রমজান মোল্লার সঙ্গে দুষ্কৃতীদের কোনও বচসা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই লালপুর গ্রামেই কিছুদিন আগে মোবাইল কেনাবেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনা ঘটেছিল। খুন হওয়া ওই ব্যক্তিকে দলের সক্রিয় সদস্য বলে দাবি করে আন্দোলন শুরু করেছিল সিপিএম। আন্দোলনে সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, জেলা সিপিএম সম্পাদক শমীক লাহিড়ী-সহ জেলা ও স্থানীয় সিপিএম নেতৃত্ব অংশ নেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন সন্ধের ঘটনায় লালপুর গ্রামের মানুষ আতঙ্কিত।
The post দাবিমতো তোলা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, গণপিটুনিতে মৃত্যু ২ দুষ্কৃতীর appeared first on Sangbad Pratidin.
