সুমন করাতি, হুগলি: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 'আত্মঘাতী' বৃদ্ধ। গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস লাগানো দেহ উদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara State General Hospital)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতালে। আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম নরেন্দ্রনাথ ভুঁইয়া। তিনি উত্তরপাড়া চকলেন এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি টিবি রোগেও আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগে একাধিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন নরেন্দ্রনাথবাবু।
আজ, শুক্রবার সকালে হাসপাতালের কর্মীরা প্রথমে লক্ষ্য করেন গলায় গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পড়ে রয়েছেন নরেন্দ্রনাথ। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা এসে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তবে কীভাবে বৃদ্ধের মৃত্যু তা নিয়ে রহস্য রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।
চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের 'আত্মহত্যা' ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। নরেন্দ্রনাথবাবু আত্মহত্যা করে থাকলে চিকিৎসক, নার্সিং স্টাফ, হাসপাতালের অন্যান্যকর্মী ও রোগীদের মাঝে কী করে এই কাণ্ড ঘটাতে পারলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীদের পরিবার। এক রোগীর আত্মীয় গৌতম রায় বলেন, "হাসপাতালের মধ্যে কীভাবে এই রকম কাণ্ড ঘটলো, তদন্ত করে দেখা হোক। এত সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরও এই কাণ্ড অবাক করা।" আরেক রোগীর আত্মীয় ক্যামেলিয়া সরকার বলেন, "বৃদ্ধ আত্মহত্যা করলে, তা তো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার কেন কেউ দেখতে পেল না। নজরদারি বাড়ানো হোক।" এই বিষয় সুপার ও ডেপুটি সুপার প্রতিক্রিয়া দিতে চাননি।
