shono
Advertisement

বেলা গড়াতেই উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ

মাথা ফাটল তিন বিজেপি সমর্থকের৷ The post বেলা গড়াতেই উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:07 PM Apr 29, 2019Updated: 12:07 PM Apr 29, 2019

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বীরভূমের নানুর৷ এলাকার বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ কাঠগড়ায় তৃণমূল৷ তিন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা৷ এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী৷ যদিও বিজেপির বিরুদ্ধে মারধরের পালটা অভিযোগ করেছে তৃণমূল৷

Advertisement

[ আরও পড়ুন: বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ]

জানা গিয়েছে, নানুরের বন্দর গ্রামের ২১৭ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হলে, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেয় শাসকদলের সমর্থকরা৷ রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা৷ বাঁশ-লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা৷ ভেঙে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প অফিস৷ পুকুরে ফেলে দেওয়া হয় রান্নার সরঞ্জাম৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ অভিযোগ, বুথ থেকে বেরিয়ে বন্দর গ্রামের ভিতরে ঢুকে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন বিজেপি কর্মীরা৷ একের পর এক বাড়িতে হামলা চালান হয়৷ বাড়িতে ঢুকে দরজা আটকে কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা৷

[ আরও পড়ুন: বুথে এজেন্ট বসাতে রাস্তায় ছোটাছুটি অধীরের, সকাল থেকেই উত্তপ্ত বহরমপুর]

পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী৷ বিজেপি কর্মীদের সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীদের মারেই মাথা ফেটেছে তাঁদের তিন কর্মীর৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ বরং বিজেপির বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছেন তাঁরা৷ যদিও সমস্ত অশান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ তিনি জানান, কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ হচ্ছে৷ অন্যদিকে, বুথের মধ্যে ঢুকে ফোনে কথা বলায় বিপাকে পড়েছেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল৷ ময়ূরেশ্বরের একটি বুথে ঢুকে তিনি ফোনে কথা বলছিলেন বলে খবর৷ ইতিমধ্যে বিজেপি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন৷

The post বেলা গড়াতেই উত্তপ্ত নানুর, বিজেপি কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement