দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নাম নেই মেধা তালিকায়। ফলাফলও তেমন আশানুরূপ নয়। প্রত্যাশা যেমনটা ছিল, তা যেন সেভাবে পূরণ হল না। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই ফলাফলের মধ্যেই অবশ্য নজর কেড়েছে দৃষ্টিহীন ছাত্ররা। ব্লাইন্ড বয়েজের ইতিহাসে সর্বকালের রেকর্ড নম্বর পেল এবার মাধ্যমিকের কৃতীরা। স্বভাবতই খুশির হাওয়া পুরো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন জুড়ে।
প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণার সময় সারা জেলা তথা রাজ্যের নজর থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দিকে। কিন্তু এবার যেন সাফল্যের জোয়ারে কিছুটা ভাটা পড়েছে। মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় স্থান পায়নি এই মিশনের কেউই। নরেন্দ্রপুর থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসে ১২৮ জন ছাত্র। যার মধ্যে স্টার নম্বর পেয়েছে ১২৭ জন। সর্বোচ্চ ৬৭৫ নম্বর পেয়েছে রাহুল মজুমদার।
[ মাধ্যমিকে নজরকাড়া ফল কোচবিহারের, প্রথম দশে কতজন জানেন? ]
তবে একেবারে অন্য ছবি দৃষ্টিহীন পড়ুয়াদের ক্ষেত্রে। প্রতি বছরের মতো এবারও সাফল্যের নজির গড়লো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্ররা। ১৬ জন ছাত্র এবার পরীক্ষায় বসে এই ব্লাইন্ড বয়েজ থেকে। যার মধ্যে ৯০ শতাংশ নম্বর পেয়েছে দুই ছাত্র। এক জন সন্দীপ সেন অন্যজন অমিত শীল। সন্দীপের বাড়ি আসানসোল এলাকায়। এ বিষয়ে ব্লাইন্ড বয়েজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বলেন, “ব্লাইন্ড বয়েজের ছাত্ররা এবার নতুন রেকর্ড গড়ল। আমাদের ছাত্রদের বিভিন্ন বিষয়ের অভাব আছে। অঙ্কের শিক্ষক নেই। আরও কয়েকটি বিষয়ের শিক্ষক নেই। তা সত্বেও নজরকাড়া ফলাফল। আমাদের ফলাফলে আমরা যথেষ্ট খুশি। মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর এর আগে কোনও ছাত্র পায়নি।” সন্দীপ ব্লাইন্ড বয়েজে প্রথম স্থান অধিকার করেছে। তার মোট প্রাপ্ত নম্বর ৬৪০। সন্দীপ বড় হয়ে অধ্যাপক হতে চায়। করতে চায় গবেষণা। ছশোর উপরে নম্বর পেয়েছে ১৬ জনের মধ্যে ১৩ জন।
[ পরপর ছ’বার মাধ্যমিকে রাজ্যে সেরা পূর্ব মেদিনীপুর ]
সামাজিক প্রতিবন্ধকতা থাকা সত্বেও সব কিছুকে উপেক্ষা করে ফের নজির গড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্লাইন্ড বয়েজের ছাত্ররা। উপযুক্ত সুযোগ সুবিধা পেলে সব বাধা টপকে তারাও যে মাধ্যমিকের প্রথম সারিতে উঠে আসতে পারে তা আরও একবার প্রমাণ করল পড়ুয়ারাই।
The post রেকর্ড নম্বর দৃষ্টিহীন পড়ুয়াদের, খুশির হাওয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে appeared first on Sangbad Pratidin.
