অর্ণব দাস, বারাকপুর: এখনও বিচার পায়নি 'অভয়া'। তারও আগে সন্দেশখালির 'বোন'দের মুখে নির্যাতনের কাহিনি হৃদয় ভারাক্রান্ত করে তুলেছিল। ভাইফোঁটার পবিত্র তিথিতে তাই ফোঁটা নিয়ে বাংলার 'বোন'দের রক্ষার অঙ্গীকার করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সিভি আনন্দ বোস। বারাসতের রথতলায় গণ ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানালেন, নারীদের আত্মরক্ষার্থে অভয়া প্লাস কর্মসূচি চালু করছেন। যদিও তাঁর এই ঘোষণা নিয়ে পালটা কটাক্ষের সুরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ''মহিলা সুরক্ষায় রাজ্যের ভূমিকা নিয়ে মন্তব্য করার আগে নিজের বাসভবন সুরক্ষিত করুন।''
শনিবার বিকালে বারাসতের রথতলায় বিবেকানন্দ সেবা ট্রাস্টের উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁকে ফোঁটা দেন অনেকে। সেখানে ভাইবোনের পবিত্র সম্পর্ক নিয়ে বোসের মন্তব্যে উঠে আসে শ্রীকৃষ্ণ-সুভদ্রার প্রসঙ্গ। অর্জুনের সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সুভদ্রার পাশে শ্রীকৃষ্ণ যেভাবে দাঁড়িয়েছিলেন, তা তুলে ধরেন তিনি।
এর পর মহিলা সুরক্ষা নিয়ে রাজ্যকে বিঁধে নারীদের আত্মরক্ষার্থে 'অভয়া প্লাস' কর্মসূচি চালুর ঘোষণা করেন রাজ্যপাল। বলেন, "আমার মনে আছে, গত বছর যখন সন্দেশখালি গিয়েছিলাম তখন বোনেরা বলেছিলেন, মহিলারা বাংলায় সুরক্ষিত নয়। আর জি করের ঘটনার পর এখন আমিও অনুভব করছি, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত নয়। তাই এমন পরিস্থিতিতে রাজ্যের মহিলাদের আত্মরক্ষার্থে অভয়া প্লাস কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। গ্রামাঞ্চলেও এই কর্মসূচিটি সম্প্রসারিত হবে। নারীদের আত্মরক্ষার জন্য কেরলের ঐতিহ্যবাহী যুদ্ধকলা কলারিপায়াট্টু এরাজ্যে আনা হবে।" অনুষ্ঠানের শেষে রাজ্যপালকে যাঁরা ফোঁটা দিয়েছেন, তাঁদের চকলেট উপহার দেন। একইসঙ্গে তাঁর মন্তব্য, পশ্চিমবঙ্গের মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ নিতে হবে।
রাজ্যপালের আক্রমণের পালটা দিয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর খোঁচা, ''রাজভবনের ভিতরে মহিলারা সুরক্ষিত নন বলেই আমরা জেনেছি। তাই মহিলা সুরক্ষায় রাজ্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজের বাসভবন সুরক্ষিত করুন।'' পাশাপাশি গণ ভাইফোঁটার আয়োজনদের সমালোচনা করে বারাসতের সাংসদের সংযোজন, পঞ্জিকা মতে শনিবার সন্ধ্যায় ভাইফোঁটার তিথি। অথচ তিথি শুরুর আগেই ভাইফোঁটা শুরু হয়ে গেল!