shono
Advertisement

রেলের কাছে অনুরোধ, দার্জিলিংয়ের চা উৎসবের সময় বিশেষ ট্রেন চান রাজ্যপাল

হুগলির ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণের অনুষ্ঠানে এই অনুরোধ জানান বোস।
Posted: 05:36 PM Feb 26, 2024Updated: 05:36 PM Feb 26, 2024

সুমন করাতি, হুগলি: দার্জিলিংয়ে প্রায়শয়ই যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দার্জিলিংয়ে তাঁর সঙ্গে অতিথিদের নিয়ে যেতে চান রাজ্যপাল। আর সে কারণেই ‘শান্তি ও সম্প্রীতি ট্রেন’ চালুর দাবি জানালেন তিনি। রেলের কাছে চা উৎসবের সময় এই ট্রেন চালুর ‘আবদার’ করলেন রাজ্যপাল। হুগলির ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণের অনুষ্ঠানে একথা বলেন।

Advertisement

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওস্করকে রাজ্যপাল এই অনুরোধ জানান। তিনি বলেন, “দার্জিলিংয়ে চা উৎসব হয় প্রতি বছর। সেসময় পাহাড়ে শিশু, যুবক, মহিলা খেলোয়াড় থেকে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনে অতিথি হিসাবে যান। তাই তাঁদের জন্য প্রতি বছর একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করলে ভালো হয়।”

[আরও পড়ুন: কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে ৫৪৪টি রেল স্টেশনের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রীর ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনেই স্টেশনগুলি তৈরি হবে। তার মধ্যে ছিল বাংলার ৪৫টি স্টেশন। প্রধানমন্ত্রীর ভারচুয়াল শিলান্যাস নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়। তবে রাজ্যপাল নির্দিষ্ট সময়েই ব্যান্ডেল স্টেশনে পৌঁছন। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। স্থানীয় স্কুলের শিশুদের হাতে পুরষ্কার তুলে দেন। পাঁচ রেলকর্মীকে রাজ্যপাল রাজভবনে আমন্ত্রণ জানান। রেলের তরফে সে ব্যবস্থা করার কথা বলেন রাজ্যপাল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি উন্নয়নের বার্তা দেন।

[আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ, বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement