অর্ণব দাস, বারাকপুর: মহামারীর সময় পথ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার চিকিৎসার সুবিধার্থে ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' শিবিরে ব্যাপক সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল চারপাশে। সেই পথে হেঁটেই জনসেবার কাজে নামলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে তাঁর কেন্দ্রে চালু হল 'সেবাশ্রয়' শিবির। এদিন শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সৌগত রায়, উত্তর দমদম এবং নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান-সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, উত্তর দমদম বিধানসভার অন্তর্গত উত্তর দমদম ও নিউ বারাকপুর - এই দুটি পুরসভা মিলিয়ে ৫৪টি ওয়ার্ডকে ১৯টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্লাস্টারে দুটি করে মোট ৩৮টি ক্যাম্প হবে। প্রথম দফায় ১৯টি ক্যাম্প হওয়ায় পর ৫টি বিশেষ ক্যাম্প-সহ 'চোখের আলো' নামে আরও পাঁচটি ক্যাম্প হবে। প্রতিটি ক্যাম্পে ডায়াগনস্টিক টেস্ট, স্বাস্থ্যপরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ-সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। কোনও রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলে তারও ব্যবস্থা করা হবে।
উত্তর দমদমে 'সেবাশ্রয়' শিবিরে চিকিৎসা পরিষেবা নিতে জনতার ভিড়। নিজস্ব ছবি।
'সেবাশ্রয়' নিয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ''আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিনামূল্যে উত্তর দমদম এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় শুরু হল। প্রায় একমাস এই কর্মসূচি চলবে। এছাড়াও এদিন থেকে বিধানসভা এলাকায় প্রতিদিন মোবাইল মেডিক্যাল ইউনিট ঘুরে ঘুরে চিকিৎসা পরিষেবা দেবে।'' শুধু উত্তর দমদমই নয়, অভিষেকের 'সেবাশ্রয়' শিবিরের আদলে জনতার চিকিৎসায় ক্যাম্প শুরু হবে বারাকপুর সংসদীয় এলাকাতেও। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক আগেই জানিয়েছিলেন, নতুন বছর বারাকপুরের সাত বিধানসভা কেন্দ্রে হবে 'সেবাশ্রয়'। সেখানে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন এলাকাবাসী। তার আগে উত্তর দমদমে চালু হয়ে গেল এই শিবির।
