ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বারবার সতর্কবার্তা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না। দল থেকে টিকিট না পেয়ে যে তৃণমূল নেতারা নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে (Panchayat Election) মনোনয়ন প্রত্যাহার করেননি, তাঁদের উপর ফের নামল শাস্তির খাঁড়া। নতুন করে মোট সাত জেলার প্রায় ১৫০ জনকে সাসপেন্ড করল শাসকদল। বীরভূম, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলার নেতাদের সাসপেন্ড (Suspend) করা হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার তৃণমূল (TMC) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বীরভূমে ১৫, হুগলিতে ২৫, হাওড়া ও ঝাড়গ্রামে ২৭ জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মোট ৭১ জনকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। এর আগে গত সপ্তাহেই ৫৬ জনকে সাসপেন্ড করেছিল তৃণমূল। এবার আরও প্রায় ১৫০। জানা গিয়েছে, এঁরা প্রত্যেকেই নির্দলের হয়ে পঞ্চায়েত ভোটে লড়ছিলেন। বারবার মনোনয়ন প্রত্যাহার (Nomination Withdraw) করার কথা বলা সত্ত্বেও তা শোনেননি তাঁরা কেউ। সেই কারণে শেষমেশ তাঁদের সাসপেন্ড করার পথেই হাঁটল তৃণমূল।
[আরও পড়ুন: ‘গণতন্ত্রের পাহারাদারের হাতেই যেন মৃত্যুঘণ্টা না বাজে’, ফের বিস্ফোরক রাজ্যপাল]
দু’মাস ব্যাপী জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতেই ঘোষণা করা হয়েছিল, দল যাঁকে মনোনীত করবে, তাঁরাই পঞ্চায়েত ভোটে লড়াইয়ের টিকিট পাবেন। বাকিদেরও সেই প্রার্থীর জন্যই প্রচারে ঝাঁপাতে হবে। কেউ যদি দলের প্রতি রাগ-অভিমান করে, দলের নির্দেশ অমান্য করে নির্দলের হয়ে ভোটে দাঁড়ান, তাহলে দল তাঁদের সাসপেন্ড করবে। কালীঘাটে পঞ্চায়েত ভোট সংক্রান্ত দলের শীর্ষ নেতৃত্বের প্রস্তুতিতেও সেই একই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। সেইমতো কাজও হয়েছে। দফায় দফায় বিভিন্ন জেলা থেকে নির্দল প্রার্থীদের সাসপেন্ড করা হয়েছে। সেই তালিকা আরও দীর্ঘ হল বৃহস্পতিবার।