shono
Advertisement
Krishnanagar

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানে ঠিক কী হয়েছে? জানাল রাজ্য পুলিশ

কৃষ্ণনগর জেলা পুলিশের তরফেও এই ঘটনা প্রসঙ্গে বিবৃতি জারি করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 06:52 PM Nov 02, 2025Updated: 07:17 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। X হ্য়ান্ডলে ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আদতে সেখানে ঠিক কী হয়েছিল, X হ্যান্ডেলে এবার সে বার্তা দিল রাজ্য পুলিশ।

Advertisement

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, "গত ৩১ অক্টোবর কৃষ্ণনগরের কদমতলা ঘাটে জগদ্ধাত্রী নিরঞ্জন চলছিল। সেই সময় চকেরপাড়া বারোয়ারি ক্লাবের বেশ কয়েকজন মদ্যপ সদস্য ঘাটে থাকা মহিলাদের হেনস্তা করে। মহিলা পুলিশকর্মী তাতে বাধা দিতে যান। তাঁকেও হেনস্তার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় মৃদু লাঠিচার্জ করে। রাজ্য পুলিশের সবসময়ই মহিলা হেনস্তা রুখতে জিরো টলারেন্স নীতি। যারা এই ঘটনাটিকে দাঙ্গার রূপ দিতে চাইছেন, তাদের তথ্য যাচাই করে নেওয়া প্রয়োজন। যারা ভুয়ো তথ্য রটিয়ে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

এর আগে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফেও বিবৃতি দেওয়া হয়। জানানো হয়েছে, জগদ্ধাত্রী পুজোর ভাসান চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, চকেরপাড়া বারোয়ারি পুলিশি নির্দেশ অমান্য করে প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দীর্ঘক্ষণ রেখে দেয়। যার ফলে অন্যান্য প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে। কর্তব্যরত মহিলা পুলিশকর্মী রুবি দত্ত, দেবারতী বিশ্বাস ও মন্দিরা দেবনাথ পুজো উদ্যোক্তাদের শান্তিপূর্ণভাবে ভাসান দিতে বলে। চকেরপাড়া বারোয়ারির কয়েকজন সদস্য তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। এই ঘটনায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, মহিলা পুলিশকর্মীদের শারীরিক হেনস্তার অভিযোগে মামলা রুজু হয়। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী।
  • X হ্য়ান্ডলে ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
  • আদতে সেখানে ঠিক কী হয়েছিল, X হ্যান্ডেলে এবার সে বার্তা দিল রাজ্য পুলিশ।
Advertisement