নিরুফা খাতুন: উষ্ণ বড়দিনের সাক্ষী হয়েছে বাংলা। এবার পালা বর্ষবরণের। নতুন বছরেও কি সেভাবে শীতের আমেজ উপভোগ করা যাবে না? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে শীতবিলাসীদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছরের গোড়াতেই ফিরবে শীত। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে পয়লা জানুয়ারি। জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে সোম ও মঙ্গলবার নামবে বদলাতে পারে আবহাওয়া। নামতে পারে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে জমিয়ে শীতের আমেজ। বর্ষশেষের রাতে অবাধ উত্তুরে হাওয়ায় হিমেল পরশ বাংলায়। মঙ্গল ও বুধবার নাগাদ কলকাতাতে ১৪ ডিগ্রি বা তার নিচে চলে যেতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নিচে নামবে পারদ। এদিকে, ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়।