নিরুফা খাতুন: পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। শুক্রের সন্ধ্যায় চৈত্র সেলে কেনাকাটার প্ল্যান করেছেন? তা কিন্তু ভেস্তে দেবে বৃষ্টি! হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হতে পারে বলে খবর। ৯ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। শনিতে ভাসবে না তো কেকেআরের ম্যাচ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

ঠিক কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? আজ দক্ষিণবঙ্গের সবজেলাতেই সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তবে কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি জেলায়। প্রতিঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার অবধি একইরকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এতে সকলের মনে প্রশ্ন, বৃষ্টি পণ্ড করবে না তো শনিবারের কেকেআর-এর ম্য়াচ? কারণ, আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। এবছর ইডেনে মেগা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করবেন শাহরুখ খান। থাকবেন বলিউডের তারকারা।
এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে তাপমাত্রা কমে যেতে পারে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি-সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।