shono
Advertisement
WBBSE Madhyamik Result 2024

যমজ ভাইয়ের যমজ ফল, মাধ্যমিকে একই নম্বর পেয়ে 'ডবল সাফল্য' দুই ছাত্রের

এক নম্বর পেলেও দুই ভাইয়ের লক্ষ্য় আলাদা।
Posted: 11:27 AM May 03, 2024Updated: 01:22 PM May 03, 2024

নন্দন দত্ত, সিউড়ি: যমজ ছেলের যমজ ফল। জন্মের কয়েক মিনিটের ব্যবধান থাকলেও সাফল্যে যমজ দুই ভাই একই। চেহারার মতন দুজনের ফলাফলেও হুবহু মিল। মাধ্যমিক (WBBSE Madhyamik Result 2024) পরীক্ষায় দু’জনেই একই নম্বর পেল ৬৭৭। এবার তাদের কথায়, দুজনের দুটি পথ যাবে দু’দিকে বেঁকে। একজন হতে চায় ডাক্তার। অন্যজন ইঞ্জিনিয়ার।

Advertisement

[আরও পড়ুন: খানিকটা কমছে তাপপ্রবাহ! সপ্তাহান্তে গরম থেকে রেহাই দেবে স্বস্তির বৃষ্টি?

মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন যমজ দুই ভাই। এতদিন একইসঙ্গে পড়াশোনা একইসঙ্গে খেলাধুলা এবং একই সঙ্গে মাধ্যমিক (Madhyamik 2024) দিয়েছে। ফলাফলও দুই ভাইয়ের একই। ৬৭৭। রামপুরহাট ১ নম্বর ব্লকের কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ তারা। ফলাফলে বাংলায় দু’জনেই পেয়েছে ৯৮। ইংরাজীতে ৯২। অদ্ভুতভাবে জীবনের রসায়নের মতো জীবন বিজ্ঞানে ৯৭ ও ভৌতবিজ্ঞানের একই নম্বর।

তাদের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজেশ্বর হোসেন জানান, "আল্লা আমাকে সব সমান সমান দিয়ে পাঠিয়েছে। জন্মের মতনই তারা যমজ নম্বর পেল।" মা নবীনা হোসেন জানান, "ওদের যমজ ভাবনার মতনই একজোড়া একই রকম নম্বর। এবার বড়টা ডাক্তার হতে চাইছে। ছোটটা ইঞ্জিনিয়ার। আমি ওদের স্বাধীনতাকেই গুরুত্ব দেব। কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরি জানান, ‘‘এ বছরে আমাদের স্কুলের ডবল গৌরব। দুই ভাই সত্যিই খুব ভালো ছাত্র।’’

[আরও পড়ুন: প্রবল দাবদাহের মাঝেই পাঁচ মিনিটের ঝড়, তছনছ মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহম্মদ মোক্তার নাবিল ও মহম্মদ মোক্তার জাহিন যমজ দুই ভাই।
  • বাংলায় দু’জনেই পেয়েছে ৯৮। ইংরাজীতে ৯২। অদ্ভুতভাবে জীবনের রসায়নের মতো জীবন বিজ্ঞানে ৯৭ ও ভৌতবিজ্ঞানের একই নম্বর।
  • কাষ্ঠগড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক চৌধুরি জানান, ‘‘এ বছরে আমাদের স্কুলের ডবল গৌরব।
Advertisement