নিরুফা খাতুন: ট্রাঙ্কবন্দি শীতের কম্বল। আলমারির কোনায় গড়াগড়ি খাচ্ছে চাদর-সোয়েটারও। টুপিটাও মুখ লুকিয়েছে হাজার জামার মাঝে। এবার তাদের ধুলো ঝাড়ার সময় আগত। অন্তত আলিপুর আবহাওয়া দপ্তর তেমনই ইঙ্গিত দিচ্ছে। তাদের পূর্বাভাস, এবার পারা পতনের পালা। নতুন সপ্তাহেই রাজ্যজুড়ে শীতের আমেজ।
হাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তন। উত্তুরে হাওয়া প্রবেশের জন্য পরিবেশ অনুকূল হবে। ফলে নভেম্বরের ১৫ তারিখ থেকেই নিম্নমুখী হবে পশ্চিমের জেলাগুলির পারা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ মিলবে। কলকাতাতেও নামবে পারদ। দাপট দেখাবে শুষ্ক আবহাওয়াষ তবে আজ, রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
অন্যদিকে উত্তরের দুই জেলায় হালকা বৃষ্টি চলবে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টি চলবে। কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে মূলত শুষ্ক আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয়বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশারসৃষ্টি হবে। সোমবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা রয়েছে। তার পর থেকে দৃশ্যমানতা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।