দীপঙ্কর মণ্ডল: ইন্টারনেট বন্ধ করেও শেষরক্ষা হল না। মাধ্যমিকের (Madhyamik Exam 2022) দ্বিতীয় ভাষা (ইংরাজি) পরীক্ষার আগেই ফাঁস প্রশ্ন পত্র (Question Paper Leaked)। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রশ্নের ছবি। যদিও ইতিমধ্যেই পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নটি ভুয়ো।
২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল অর্থাৎ ৭ মার্চ থেকে। প্রতিবারের মতোই প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ করেছিল পর্ষদ। বেশ কিছু জেলার নির্দিষ্ট অংশে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। কিন্তু এত আয়োজন সত্ত্বেও শেষরক্ষা হল না। মঙ্গলবার বেলা পৌনে এগারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইংরাজির প্রশ্ন। বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে প্রশ্নের কয়েকটি অংশ। দেখা যাচ্ছে, আনসিন প্যাসেজ, গ্রামারের বেশ কিছু প্রশ্ন। তবে এটিই এবছরের মাধ্যমিকের প্রশ্ন পত্র কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। পরীক্ষা শেষের পরেই জানা যাবে তা। যদিও ইতিমধ্যেই পর্যদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফাঁস হওয়া প্রশ্নটি ভুয়ো।
[আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি, বিতর্কে বিজেপি]
শেষ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) হয়েছিল ২০২০ সালে। সেবারও প্রশ্ন ফাঁস কার্যত রুটিনে পরিণত হয়েছিল। অধিকাংশ প্রশ্নই পরীক্ষা শুরুর আগে কিংবা শুরুর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার মাধ্যমিকে রাজ্যের কিছু এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেন গোয়েন্দারা। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার একাধিক ব্লকে নিয়ন্ত্রিত হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এর মধ্যে রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং। পরিষেবা নিয়ন্ত্রিত হবে ৭-৯ মার্চ, ১১ এবং ১২ মার্চ, ১৪-১৬ মার্চ।