shono
Advertisement

পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ

মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহেশপুরের ১২৩/১ ও ২ নম্বর বুথে দুষ্কৃতীদের হামলা। আহত ২ তৃণমূল কর্মী। The post পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:17 AM May 16, 2018Updated: 04:44 PM May 16, 2018

কড়া নিরাপত্তায় রাজ্যের ৫৭১টি বুথে শুরু পুনর্নির্বাচন নানা বিতর্কের মাঝে বেনজিরভাবে একসঙ্গে এতগুলি বুথে এর আগে পুনরায় ভোটের নজির নেই। যে বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণ হবে সেখানে বাড়তি পুলিশ দেওয়া হয়েছে৷ এই নির্বাচনী কেন্দ্রগুলিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন এএসআই পদমর্যাদার অফিসার৷

Advertisement

  • বেলা তিনটে পর্যন্ত তেহট্টের দুই ব্লকের তিনটে বুথে ৫০ শতাংশ ভোট পড়েছে।
  • করিমপুর দুই ব্লকের একটি বুথে পুনরায় ভোট হচ্ছে। ৪৫ নং বুথের দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনটে পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ।
  • নাকাশিপাড়া ব্লকে তিনটে পর্যন্ত আটটি বুথে ৬৭ শতাংশ ভোট পড়েছে।
  • বাঁকুড়া জেলায় দুপুর দু’টো পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পড়েছে।
  • সাঁকরাইলে আকবর আলি কাজি স্কুলে পুনর্নির্বাচন চলাকালীন ঘটনাস্থল থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা। জলে ডুবিয়ে বোমা নিষ্ক্রিয় করে পুলিশ।
  • শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে মালবাজার মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের  ২০/২৮ পার্টে।

মালবাজারে ভোটের লম্বা লাইন।
  • বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ।
  • মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহেশপুরের ১২৩/১ ও ২ নম্বর বুথে দুষ্কৃতীদের হামলা। আহত দুই তৃণমূল কর্মী। অভিযোগের তির কংগ্রেস ও সিপিএম কর্মীদের দিকে।
  • বাসন্তীর নির্দেশখালি গ্রামে গুলি  ও আগ্নেয়াস্ত্র  উদ্ধার। তিন মহিলা-সহ গ্রেপ্তার ৪। এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই চলছে।

নাকাশিপাড়ার বিলকুমারিতে ভোটের লম্বা লাইন।
  • কোলাঘাটের সাগরবাড় গ্রামপঞ্চায়েতের ১৫৪, ১৫৫ নম্বর বুথে দুষ্কৃতীদের তাণ্ডব ঠেকাতে বঁটি হাতে বুথ পাহারায় মহিলারা।
  • কমিশনের বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক। যোগাযোগ করা যাবে জেলাগুলির সঙ্গে।
  • বালুরঘাটের পতিরাম মাঝিয়ান ফার্মের ৩ নম্বর বুথে ছাপ্পা ভোট কর্মীদের বের করে দিয়ে। বাম প্রার্থী  অভিজিৎ চৌধুরীকে মারধরের অভিযোগ।

বালুরঘাটে শুনশান বুথ।
  • বেলা এগারোটা পর্যন্ত বাঁকুড়া জেলায় ২৫.৫ শতাংশ গড়ে ভোট পড়েছে।

খাতড়ার সুপুর ১৩ নম্বর বুথে চলছে পুনর্নির্বাচন।
  • বেলা ১১টা পর্যন্ত সার্বিক ভোটের হার ২৭ শতাংশ৷
  • পুনর্নির্বাচনে অশান্ত রতুয়া৷ বাহারালের বাখরায় বন্দুক উঁচিয়ে ব্যালট বাক্স লুঠ দুষ্কৃতীদের৷ আমবাগানে চলছে ছাপ্পা ভোট৷ দেখুন ভিডিও৷

  • প্রিসাইডিং অফিসারের রহস্যমৃত্যুর জের৷ রায়গঞ্জে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে এসডিওকে মারধর ভোটকর্মীদের।

[প্রিসাইডিং অফিসারের মৃত্যুর জের, রায়গঞ্জে নিরাপত্তার দাবিতে এসডিওকে মারধর]

  • মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের আরসিএইচ বিল্ডিং মাতৃসদনের বুথের বাইরে বোমাবাজি। আহত দুই তৃণমূলকর্মী।
  • দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বুথের ভিতরে মারপিঠ। গুলি, বোমাবাজির অভিযোগ।
  • উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের হামদাম গ্রামে ভোট পরবর্তী হিংসায় এক ব্যক্তির মৃত্যু মৃতের নাম মহম্মদ তাসিরুদ্দিন ঘটনায় ১ মহিলা-সহ জখম চার আহতরা ইসলামপুর হাসপাতালে ভরতি অভিযোগের তির ফরোয়ার্ড ব্লকের সমর্থকদের দিকে

[রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪]

  • মালদহের রতুয়ায় একাধিক বুথের বাইরে সশস্ত্র জমায়েত। ব্যালট বাক্স লুঠের অভিযোগ
  • বাজ পড়ার জেরে ক্ষতিগ্রস্ত নির্বাচন কমিশনের বিদ্যুৎ পরিষেবা। ফলে ভোট প্রক্রিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন কমিশন।

কাঁথি দেশপ্রাণ ব্লকের রূপপনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলছে শান্তিপূর্ণভাবে।
  • অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু মালদহে। মৃতের নাম অজিত মণ্ডল (৪০)। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

[ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ভোটারের]

সকাল সাড়ে দশটা পর্যন্ত মালদহে ভোট পড়েছে ৯.৯০ শতাংশ৷
  • কোচবিহারের দিনহাটায় গীতালদহের হরিরহাটে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিসের তাড়া খেয়ে অস্ত্র ফেলে পালায় দুষ্কৃতীরা।
  • মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাঁকড়া এসপিএল প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে আসেনি কোনও রাজনৈতিক দলের এজেন্ট৷ এখনও শুরু হয়নি ভোট৷

  • ময়ূরেশ্বরের পাহারকাটা বুথে চলছে পুনর্নির্বাচন৷
  • সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৭৫ শতাংশ।
  • মালবাজার মহকুমার মাল ব্লকের তেশিমলায় চলছে ভোট। গত সোমবার এই এলাকায় তৃণমূল ও নির্দলের মধ্যে গণ্ডগোলের জেরে কয়েকজন আহত হয়। সকাল থেকে পুলিশের উপস্থিতিতে চলছে ভোট। রয়েছেন অ্যাডিশনাল এসপি ও এসডিপিও।
  • আলিপুরদুয়ারের শান্তিদেবী উচ্চ বিদ্যালয়ে চলছে ভোটগ্রহণ৷
  • দেগঙ্গা ৪৮, ৪৯, ২১১ নম্বর বুথের সামনে সন্দেহভাজনদের জটলা হটিয়ে দিল পুলিশ।
  • শিকারপুরে ভোটের লাইনে অস্ত্র-সহ একজনকে গ্রেপ্তার এক।
  • নদিয়ার বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য বিঘ্নিত ভোটগ্রহণ। বৃষ্টি থামার পর ভোট দিতে আসেন মানুষ।
  • দক্ষিণ দিনাজপুরের ৩৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বৃষ্টির জন্য সেখানেও ব্যহত হয়েছে ভোট প্রক্রিয়া।
  • বাসন্তীতে প্রায় দেড় ঘণ্টা পর শুরু ভোটগ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২১ জন।
  • হাবিবপুরে মোমবাতি জ্বালিয়ে ভোট নেওয়া হচ্ছে।
  • পানাগড় বাজার এলাকায় পুলিশি নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ।
  •  মুর্শিদাবাদের পাটিকাবাড়িতে ভোট শুরু হতে বিলম্ব৷ সোমবারের অশান্তি, ভাঙচুরের চিহ্ন ছড়িয়ে রয়েছে ঘোষ বাউটিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷
  • পুনর্নির্বাচন উত্তর ২৪ পরগনার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগর ২২৬ ও  ২৩৭ নম্বর বুথেও। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। সোমবার অশান্তির জেরে অনেকেই ভোট দিতে পারেননি বলে অভিযোগ।
  • সোমবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজিতে একজনের মৃত্যু হয়। আজ ১০টি বুথে হচ্ছে ফের ভোটগ্রহণ।
  • [রেললাইনের ধারে মিলল প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত দেহ, রায়গঞ্জে চাঞ্চল্য]

The post পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: বেলা একটা পর্যন্ত সার্বিক ভোটের হার ৪২.৭ শতাংশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement