shono
Advertisement
West Bengal Weather Update

গতিপথ বদলাচ্ছে 'দিতওয়া', বঙ্গে শীতের আমেজ মাটি করবে শ্রীলঙ্কার ঘূর্ণিঝড়?

ডিসেম্বরের পয়লা দিন থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী।
Published By: Sucheta SenguptaPosted: 09:57 AM Dec 01, 2025Updated: 01:04 PM Dec 01, 2025

নিরুফা খাতুন: শ্রীলঙ্কা তছনছ করে দক্ষিণ ভারতের উপকূল অংশে দাপট দেখিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'দিতওয়া'। রবিবার সন্ধ্যায় তামিলনাড়ু, অন্ধ্রে তার বলি হয়েছেন বেশ কয়েকজন। এবার গতিপথ বদলে বঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড়টি। শীতের শুরুতেই এমন 'কাঁটা'য় কিছুটা হতাশ আমজনতা। তবে হাওয়া অফিস আশ্বস্ত করেছে। ঘূর্ণিঝড়টি উপকূলেই শক্তি হারাবে, ফলে স্থলভাগে আছড়ে পড়ে শীতল আমেজ মাটি করার আশঙ্কা তেমন নেই। সরাসরি রাজ্যের আবহাওয়ায়স কোনও প্রভাব ফেলতে পারবে না ঘূর্ণিঝড় 'দিতওয়া'। এদিকে, ডিসেম্বরের প্রথম দিন থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। আগামী কয়েকদিনে অন্তত ৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমার সম্ভাবনা।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'দিতওয়া' (Ditwah) এই মুহূর্তে উপকূলের খুব কাছাকাছি। তবে সমুদ্র উপকূলেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস বিজ্ঞানীদের। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলের খুব কাছাকাছি রয়েছে। ২০ থেকে ৪০ কিলোমিটার দূরত্বে স্থলভাগের পাশাপাশি সমুদ্র অবস্থান করবে। পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে ঘূর্ণাবর্ত হরিয়ানার উপর অবস্থান করছে। পরপর আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। তবে এসবের কোনও প্রত্যক্ষ প্রভাব নেই বঙ্গের আবহাওয়ায়।

দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। অর্থাৎ ডিসেম্বরের পয়লা থেকেই এই জেলাগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ। আগামী দু-তিনদিনের মধ্যে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের আমেজ জারি থাকবে। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তেমন ঠান্ডা অনুভূত হবে না। দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার দাপট।

কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও শীতের আমেজ রয়েছে সকাল থেকে। হালকা কুয়াশার মাঝে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে। মূলত পরিষ্কার আকাশ। তবে কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সোমবার ১৮ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে কলকাতার পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যেতে পারে কলকাতার পারদ। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। মঙ্গলবার এর পর ধীরে ধীরে নামবে পারদ। শুক্র শনিবার অর্থাৎ উইকন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১১ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেন্টিগ্রেড। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৪ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘূর্ণিঝড় 'দিতওয়া'র কতটা প্রভাব পড়বে বঙ্গে?
  • আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উপকূলেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি।
  • আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ নিম্নমুখী দক্ষিণবঙ্গে।
Advertisement