shono
Advertisement
Maldah

মালদহে দাম্পত্য কলহের মধ্যেই ছুরির কোপে 'খুন' স্বামী, গ্রেপ্তার স্ত্রী

খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 11:48 AM Nov 30, 2025Updated: 11:48 AM Nov 30, 2025

বাবুল হক, মালদহ: স্বামী-স্ত্রীর মধ্যে চলছিল বিবাদ। সেসময় স্ত্রীর হাতে খুন হলেন স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়। মৃতের নাম বিশ্বজিৎ সরকার। পুলিশ অভিযুক্ত স্ত্রী পম্পা রায়কে গ্রেপ্তার করেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালালপুর এলাকায় বাড়ি ওই দম্পতির। বিশ্বজিৎ সরকারের সঙ্গে পম্পা রায়ের প্রেমের সম্পর্ক ছিল। গত ছয় বছর আগে দু'জনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একটি চার বছরের কন্যা সন্তানও আছে। বিশ্বজিৎ পেশায় গাজোল টোলপ্লাজার কর্মী ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই বিবাদ হত। গতকাল, শনিবার রাতেও একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দিয়েছিল।

জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে বাড়ি ফিরেছিলেন। কিন্তু কোনও কারণে স্ত্রী তাঁকে ঘরে ঢুকতে বাধা দেন! নিমেষে ঝগড়া, কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সেসময় স্ত্রীকে সরিয়ে বিশ্বজিৎ জোর করে ঘরে ঢুকতে গিয়েছিলেন! অভিযোগ, সেসময় স্ত্রী পম্পা রায় তাঁকে ছুরি দিয়ে পেটে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তিনি। ঘটনা দেখে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয় বলে খবর।

ঘটনার পরে খবর দেওয়া হয় বামনগোলা থানায়। হাসপাতাল ও বাড়িতে তদন্ত করতে যায় পুলিশ। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্বামী-স্ত্রীর মধ্যে চলছিল বিবাদ। সেসময় স্ত্রীর হাতে খুন হলেন স্বামী!
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়।
Advertisement