নবেন্দু ঘোষ, বসিরহাট: মনুয়াকাণ্ডের ছায়া এবার বসিরহাটে। বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুন হয়েছেন অজয় মণ্ডল। ইতিমধ্যেই মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
[আরও পড়ুন: অভিযুক্ত ‘চেনম্যান’কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ, খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ]
ঘটনার সূত্রপাত রবিবার। এদিন সকালে বসিরহাটের বাসিন্দা অজয় মণ্ডল নামে এক মাছ ব্যবসায়ী বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে৷ নৃশংসভাবে তাঁকে খুন করা হয়৷ এরপর পথচলতি মানুষজন রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ বসিরহাট থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ পরিবারের তরফে দাবি করা হয়, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে অজয়কে।
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে সরকারি জমির সাইন বোর্ড ভাঙার চেষ্টা কৃষকদের]
ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন, মিঠুন মণ্ডল নামে এলাকার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে মৃত অজয়ের স্ত্রী টুম্পার। কিছুদিন আগে বিষয়টি জানাজানিও হয়ে যায়। এরপর থেকেই স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয় টুম্পার। এটুকু জেনেই সোমবার রাতে মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, বেশ কিছুদিন ধরেই স্বামীকে খুনের ছক কষছিল টুম্পা। প্রেমিকাকে সাহায্য করতে এগিয়ে যায় মিঠুন। এরপরই অজয়কে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করে তারা। তাঁদের পরিকল্পনা মাফিকই রবিবার অজয়কে আক্রমণ করা হয়। মিঠুনের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে টুম্পাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পিছনে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক হত্যা বলে যা মনে করা হয়েছিল, টুম্পাকে গ্রেপ্তারির পর সেই অনুমান একেবারে পালটে গেল পুলিশের৷
The post মনুয়াকাণ্ডের ছায়া বসিরহাটে, স্বামী খুনে ধৃত স্ত্রী ও তার প্রেমিক appeared first on Sangbad Pratidin.
