shono
Advertisement
Uluberia

দুর্ঘটনায় মৃত্যু স্বামীর, খবর পেয়েই আত্মঘাতী স্ত্রী, উলুবেড়িয়ায় মর্মান্তিক ঘটনা

রবিবার টিঙ্কু বন্ধুদের সঙ্গে কোলাঘাটে একটি রেস্তরাঁয় গিয়েছিলেন।
Published By: Subhodeep MullickPosted: 07:53 PM May 20, 2025Updated: 07:53 PM May 20, 2025

মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন স্বামী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুঃখ সইতে না পেরে শেষমেষ হাসপাতাল থেকে কিছুটা দূরে গিয়ে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। মৃতদের নাম টিঙ্কু প্রসাদ (২৫) এবং রিম্পা প্রসাদ (২২)। 

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে টিঙ্কু বন্ধুদের সঙ্গে কোলাঘাটে একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখান থেকে বাইকে চেপে ফেরার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পৌঁছয় তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসকরা টিঙ্কুকে মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ হয়ে পড়েন রিম্পা। সেখান থেকে কিছুদূরে একটি খাটালে গিয়ে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পুলিশ ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করেছে।

টিঙ্কুর পরিবারের এক সদস্য বলেন, “কয়েকবছর আগে রিম্পার সঙ্গে টিঙ্কুর বিয়ে হয়। ওরা খুব সুখেই ছিল। এরকম ঘটনায় আমরা স্তম্ভিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন স্বামী।
  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
  • দুঃখ সইতে না পেরে শেষমেষ হাসপাতাল থেকে কিছুটা দূরে গিয়ে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী।
Advertisement