shono
Advertisement

‘মেরে মুখ ফাটিয়ে দেব’, দিলীপকে হুমকি রবীন্দ্রনাথের

মন্ত্রীর এহেন মন্তব্যে ইতিমধ্যে দানা বেঁধেছে বিতর্ক। The post ‘মেরে মুখ ফাটিয়ে দেব’, দিলীপকে হুমকি রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Mar 27, 2018Updated: 02:22 PM Jul 20, 2019

সংগ্রাম সিংহরায়: রেখে ঢেকে নয়, এবার সরাসরি হুমকি। ‘মেরে মুখ ফাটিয়ে দেব’। এভাবেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। একেবারে ফিল্মি কায়দায় দিলীপকে জুজুৎসুর প্যাঁচ দেখিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

Advertisement

সোমবার কোচবিহারে সাংবাদিকদের সামনেই দিলীপকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রবীন্দ্রনাথ। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উঠে আসে বিজেপির রাজ্য সভাপতির কথা। ‘দিলীপবাবু তো লাঠি খেলা দেখালেন’, এমনটাই বলে ফেলেন এক সংবাদকর্মী। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন মন্ত্রীমশাই। উল্লেখ্য, খড়গপুরে রাম নবমীর একটি অনুষ্ঠানে রবিবার লাঠিখেলা দেখান দিলীপ ঘোষ। সাংবাদিকের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “লাঠি নিয়ে খেলতে না চাইলে, আমি ওঁর সঙ্গে কুস্তি করতে রাজি। মাত্র তিন মিনিটেই তাঁকে কুপোকাত করে ফেলবো। যদি বক্সিং করতে চায়, তাহলেও ভাল। আমি ওঁর নাক-মুখ ও চোখ ফাটিয়ে দেব। এতটা সামর্থ্য আমার রয়েছে।”

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এহেন মন্তব্যে ইতিমধ্যে দানা বেঁধেছে বিতর্ক। জনপ্রতিনিধি হয়ে আইন হাতে তুলে নেওয়ার কথা কীকরে বলেন তিনি? উঠছে এমন প্রশ্নই। তবে অনেকেই আবার মনে করছেন বেপরোয়া দিলীপ ঘোষকে এভাবেই শাসন করতে হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি দিলীপ ঘোষ।

[ত্রিশূল নারীশক্তির প্রতীক, লকেটের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে একহাত দিলীপের]

The post ‘মেরে মুখ ফাটিয়ে দেব’, দিলীপকে হুমকি রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার