সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেপরোয়া গতিতে ছুটে আসা ইট বোঝাই ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা ঘিরে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের নিউ স্টিল পার্ক মোড়। ঘণ্টা দুয়েক পেরিয়ে গেলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশের তোলাবাজির হাত থেকে বাঁচতে ট্রাক্টরটি তীব্র গতিতে ছুটতে থাকে বলে অভিযোগ তাঁদের। সেই সময় মহিলাকে পিষে দেয় গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃত মহিলার নাম রনেত পারভিন। বয়স ২৫ বছর। শনিবার সকালে স্বামী শেখ সাবিরের সঙ্গে তাঁদের সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যান রনেত। বাইকে চেপে নিউ স্টিল পার্ক এলাকার বাড়িতে ফিরছিলেন তাঁরা। রাস্তা পার করে নিউ স্টিল পার্ক মোড়ে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে ট্রাক্টরটি। আশঙ্কাজনক অবস্থায় রনেতকে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ও শেখ সাবির। তারপরই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশের অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকী ইট ছুড়তেও দেখা যায় স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ স্টিল পার্ক মোড়ের কাছে একটি একটি লিঙ্ক রোড রয়েছে। তার অদূরেই ডিএসপি অফিস। কিছুটা দূরে রয়েছে ত্রিপল টাঙানো অস্থায়ী ক্যাম্প। নির্দেশ অনুসারে, ওই লিঙ্ক রোড দিয়ে সকালে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। রাতের দিকে মালবাহী গাড়ি চলে।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, পুলিশের অস্থায়ী ক্যাম্প থেকে তোলাবাজি করা হয়। বদলে ওই লিঙ্ক রোড দিয়ে গাড়ি চলছে। শনিবার সেই তোলাবাজির হাত থেকে রেহাই পেতে জোরে গাড়ি চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাক্টরটি। প্রত্যক্ষদর্শী অসীম মিশ্র এবং শেখ রশিদের অভিযোগ, "এখানে দিবারাত্রি তোলাবাজি চলে পুলিশের। আজও পুলিশ তাড়া করছিল ট্রাক্টরটিকে। সেই জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উলটে যায়। পুলিশের এই তোলা আদায়ের জন্যই আজ মৃত্যুর মুখে পড়তে হল ওই মহিলাকে। আমরা চাইছি পুলিশের তোলাবাজি বন্ধ হোক। সঙ্গে এই রাস্তা দিয়ে দিনের বেলায় ভারী যান চলাচল বন্ধ করা হোক।"