সঞ্জিত ঘোষ, নদিয়া: শিবভক্তের মর্মান্তিক পরিণতি! শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে সর্পাঘাতে (Snake Bite) মৃত্যু হল নদিয়ার এক মহিলার। শেষবেলায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য রানাঘাটের মুকুন্দপুরে। উপোস করে শিবের মাথায় জল ঢালতে গিয়ে সাক্ষাৎ সাপের বিষের বলি হলেন ওই মহিলা। আচমকা এই ঘটনায় শোক নেমেছে তাঁর পরিবারে।
সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর সেই উপলক্ষে ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সরস্বতী বিশ্বাস নামের এক গৃহবধূ শিব ঠাকুরের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। রানাঘাট (Ranaghat) থানার পায়রাডাঙা মুকুন্দপুরের মন্দিরে যান তিনি। সেখানেই গঙ্গায় স্নান সেরে সংলগ্ন মন্দিরে ঢুকে শিবের মাথায় জল ঢালেন সরস্বতী।
[আরও পড়ুন: ‘বিনা বিচারে আটকে আছি, বন্দিমুক্তি কমিটি কোথায়?’, সুজাত ভদ্রকে সরাসরি প্রশ্ন পার্থর]
এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর ওই গৃহবধূ মন্দির চত্বরে থাকা একটি গাছে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধতে যান। সেই গাছের নিচেও একটি ছোট শিবলিঙ্গ বসানো ছিল। আর সেই সময়েই গাছে থাকা একটি বিষধর সাপ (Poisonous Snake) তাঁকে ছোবল মারে। সেখানেই লুটিয়ে পড়ে যান সরস্বতী। সাপটি ফের গাছের আড়ালে চলে যায়। তা চোখে পড়তেই মন্দির চত্বরে থাকা অন্যান্য পুণ্যার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। সাহস সঞ্চয় করে তাঁদের কেউ কেউ সরস্বতীকে সেখান থেকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাঁর মৃত্যু (Death) হয়। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গৃহবধূর পরিবারে। মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ। ভক্তিপূর্ণ ভাব নিয়ে আরাধ্য দেবতাকে পূজা দিতে গিয়ে এভাবে ভক্তের প্রাণ চলে যাওয়ার ঘটনায় প্রশ্ন তুলছেন অনেকেই। ভক্তির মূল্য কি প্রাণের চেয়েও বেশি?
