চঞ্চল প্রধান, হলদিয়া: মাছের ভেড়ি থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ। শনিবার সকালে সেই দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামের শ্রীগৌরি মৌজায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
বছরের শুরুতেই এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তীব্র চাপানউতোর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম এক ব্লকের শ্রীগৌরি মৌজায় একাধিক মাছের ভেড়ি রয়েছে। তারই একটির পারের ধারে ওই মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়। সাতসকালে এই ঘটনা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হলে নন্দীগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
পুলিশ জল থেকে ওই মৃতদেহ উদ্ধার করে। ওই মহিলার বয়স আনুমানিক ৪০-৪২ বছর। তিনি ওই এলাকার বাসিন্দাও নন বলেই স্থানীয়রা জানাচ্ছেন। পুলিশের অনুমান, তিন-চার দিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে। তাঁকে 'খুন' করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। দেহে পচন ধরায় তদন্তে কিছুটা সমস্যাও হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহ পাঠানো হয়েছে। এমনই জানাচ্ছেন, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ।
ওই মহিলাকে কি সেখানেই খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও খুন করে ভেড়িতে দেহ ফেলা হয়েছে? এলাকার বাসিন্দাদের নজর এড়িয়ে দেহ ফেলা হল কী করে? সেসব প্রশ্ন ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। শীতকালে ভেড়িতে জল কম রয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় এলাকার বাসিন্দারা ভিড় করেছিলেন সেখানে।