shono
Advertisement

Breaking News

TMC

'দীক্ষা' থেকে 'অপরাজিতায় স্বাক্ষর', ক্রিসমাস-নববর্ষে একগুচ্ছ কর্মসূচি মহিলা তৃণমূলের

Published By: Sucheta SenguptaPosted: 10:54 PM Dec 20, 2024Updated: 11:00 PM Dec 20, 2024

সুমিত বিশ্বাস: 'দীক্ষা' থেকে 'আলাপচারিতা', 'অপরাজিতায় স্বাক্ষর' - বছরশেষেও সংগঠনকে একগুচ্ছ কর্মসূচিতে বেঁধে দিল রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস। যা চলবে নতুন বছরেও। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সংগঠনের জেলা মহিলা সভানেত্রী ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে টানা ২ মাসের জন্য একাধিক কর্মসূচির কথা জানানো হয়। বৈঠকে ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনিই কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।

Advertisement

শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল। তারপর নতুন ইংরেজি বছর। এই সন্ধিক্ষণে উৎসবের আবহেই জনসংযোগের ভিতকে যাতে আরও মজবুত করা যায় তাই বড়দিনের পর থেকেই অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ব্লক ও শহরের কর্মিসভা করতে চলেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। ওই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'দীক্ষা'। এর মধ্য দিয়ে মহিলা কর্মীরা নেতৃত্বের কাছ থেকে দল চালানোর পাঠ নেবেন। শিখে নেবেন কৌশল। তাই 'দীক্ষা' নাম।

জনসংযোগে মহিলা তৃণমূলের একগুচ্ছ কর্মসূচি।

ব্লক এবং শহরের কর্মিসভার পর ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি - একমাসের মধ্যে সমস্ত জেলা সম্মেলন সেরে নিতে হবে বলে তৃণমূল মহিলা কংগ্রেস জানিয়েছে। প্রত্যেকটি জেলা সম্মেলনে দলের মহিলা সংগঠনের রাজ্য নেতৃত্বের একজন করে উপস্থিত থাকবেন। কোন তারিখে কোন জেলা সম্মেলন হবে, তা এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যেই সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জেলা নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, "টানা দুমাস আমাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে আরও ব্যাপক হারে প্রচার করতেই আমাদের এই সংগঠনগত কর্মসূচি। কর্মী সভা জেলা সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছেন, সেগুলি আরও ভালোভাবে তুলে ধরব নতুন বছরে।"

সেইসঙ্গে ৪ জানুয়ারি রয়েছে গুরুত্বপূ্র্ণ এক মিছিল। 'চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর' - এই ব্যানারে মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে মহিলা তৃণমূলের তরফে। সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত 'অপরাজিতা বিল'কে আইনে পরিণত করতেই কেন্দ্রীয় সরকারের কাছে চাপ সৃষ্টি করবে মহিলা তৃণমূল। কয়েকদিন আগে এই দাবিতে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে পথসভা ও ধরনা কর্মসূচিও পালিত হয়। সংগঠনের রাজ্য নেতৃত্বের নির্দেশ, জানুয়ারি মাস জুড়ে সকল কর্মসূচিতে মহিলা সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষ ও শুরুর সন্ধিক্ষণে জনসংযোগ বাড়াতে একগুচ্ছ কর্মসূচি মহিলা তৃণমূলের।
  • 'দীক্ষা' থেকে 'আলাপচারিতা', 'অপরাজিতায় স্বাক্ষর', ২ মাস ধরে চলবে কর্মসূচি।
Advertisement