shono
Advertisement
Bhangar

মোবাইল চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে 'গণধোলাই', মৃত্যু যুবকের

ছেলেকে খুন করা হয়েছে বলেই দাবি নিহতের মায়ের।
Published By: Sayani SenPosted: 03:41 PM Apr 12, 2025Updated: 03:41 PM Apr 12, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চোর সন্দেহে গণধোলাই যেন রোখাই যাচ্ছে না। আবার একই ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের গাজিরআইট এলাকা। মোবাইল চোর সন্দেহে ওই এলাকায় এক যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। নৃশংস অত্যাচারের পর পুকুরে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ছেলেকে খুন করা হয়েছে বলেই দাবি নিহতের মায়ের। এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

মৃত আমিরুল লস্কর। তিনি ভাঙড়ের গাজিরআইটের বাসিন্দা। শনিবার সকালে এলাকারই এক পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। যুবকের দেহ শনাক্ত করা হয়। মৃতের মা আনিশা বিবির দাবি, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। তিনি বলেন, "এলাকার কয়েকজনের সঙ্গে আমার ছেলের ঝগড়াঝাটি চলছিল। তার মাঝে ওরা মিথ্যে কথা বলে। আমার ছেলেকে ওরা মোবাইল চোর অপবাদ দেয়। রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর ফেরেনি ছেলেটা। ওকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়।"

এই ঘটনার খবর চন্দনেশ্বর থানার পুলিশের কাছে পৌঁছয়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় শোকস্তব্ধ মৃতের পরিবারের লোকজন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। বলে রাখা ভালো, গণপিটুনিতে মারধর রুখতে প্রশাসনের তরফ থেকে বারবার কঠোর বার্তা দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও গণপিটুনি রোখা যে যাচ্ছে না, তা এই ঘটনাতেই স্পষ্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোবাইল চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে 'গণধোলাই', মৃত্যু যুবকের।
  • নৃশংস ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের গাজিরআইট এলাকা।
  • ছেলেকে খুন করা হয়েছে বলেই দাবি নিহতের মায়ের।
Advertisement