অর্ণব দাস, বারাকপুর: সামাজিক মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করেছিলেন! সেই ছবি ঝড়ের গতিতে শেয়ারও হয়। ওই ছবি পোস্ট করাই কাল হল। পুলিশের হাতে গ্রেপ্তার হলেন অভিযুক্ত তরুণী। ধৃতের নাম রিয়া কর্মকার সিং। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র এল, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর ২৯-এর তরুণী রিয়া কর্মকার সিংয়ের বাড়ি ভাটপাড়ার রথতলা শীতলাতলা এলাকায়। স্বামীর মৃত্যুর পর ওই তরুণী বাপেরবাড়িতেই থাকতেন। গত ২৯ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্রটি একটি সেভেন এমএম পিস্তল বলে জানা গিয়েছে। ওই ছবি সোশাল মিডিয়ায় ছাড়ার পরই হইচই শুরু হয়েছিল! ঝড়ের গতিতে সেই ছবি শেয়ার হয়েছিল বলেও খবর। নেটিজেনরা বিভিন্ন প্রশ্নও ছুড়ে দিয়েছিলেন।
সেই ছবি নজরে আসে ভাটপাড়া থানার পুলিশের। বিভিন্ন জায়গা থেকে তথ্য, সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে শেষপর্যন্ত ওই তরুণীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি ওয়ান সাটার। প্রাথমিক জেরায় ধৃত তরুণী জানিয়েছেন, ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তাঁর এক বন্ধুর। তদন্তকারীরা ওই বন্ধুর খোঁজ শুরু করেছেন। ছবিতে দেখা আগ্নেয়াস্ত্র ও বাড়িতে উদ্ধার হওয়া বন্দুক দুটি আলাদা। কতগুলি বন্দুক ছিল তাঁর কাছে? ওই তরুণী কি কোনওভাবে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত? কতটা সত্য বলছেন ওই তরুণী? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে শুক্রবার বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তরুণীকে ১০ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
