shono
Advertisement
Gangarampur

পুলিশের কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা! গ্রেপ্তার যুবক

উদ্ধার লক্ষ লক্ষ টাকা-সহ নিয়োগ পরীক্ষার একাধিক অ্যাডমিট কার্ড ও অন্যান্য নথি।
Published By: Suhrid DasPosted: 09:13 PM Nov 28, 2025Updated: 10:03 AM Nov 29, 2025

রাজা দাস, বালুরঘাট: আগামী রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা রয়েছে। সেই কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! অবশেষে পুলিশ গ্রেপ্তার করল ওই প্রতারককে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ধৃতের নাম সুভাষ বিশ্বাস। আজ, শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। উদ্ধার অন্তত ২১ লক্ষ টাকা-সহ নিয়োগ পরীক্ষার একাধিক অ্যাডমিট কার্ড ও অন্যান্য নথি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুভাষ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কারগিল মোড় এলাকার বাসিন্দা। সামনেই রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা। ওই পরীক্ষার চাকরি প্রার্থীদের চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার পাশাপাশি, তাঁদের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য নথি সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। সেই বিষয়ে গোপন সূত্রে খবর পায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। এরপরেই বৃহস্পতিবার অভিযান চলে। কারগিল মোড়ে সুভাষের ঝাঁ চকচকে বাড়িতে হানা দেন পুলিশ। নেতৃত্বে ছিলেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি শান্তনু মিত্র। সেখানে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ ৮৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বেশ কিছু চাকরি পরীক্ষার অ্যাডমিট এবং অন্যান্য নথি উদ্ধার করা হয়।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, সামনে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা রয়েছে। তাঁরা জানতে পারেন, পুলিশে চাকরির মিথ্যা টোপ দিয়ে টাকা তোলা হচ্ছে। যার তদন্ত শুরু করা হয়। এরপরেই সুভাষ বিশ্বাসের নাম সামনে আসে। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ, ডকুমেন্টস, কিছু যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ডকুমেন্টসগুলি যাচাই করে দেখা হচ্ছে। পেছনে আর কেউ আছে কিনা তাও খতিয়ে দিচ্ছে পুলিশ। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। আর কারা ঘটনার সঙ্গে জড়িত? তাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির পরীক্ষা রয়েছে।
  • সেই কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা!
  • অবশেষে পুলিশ গ্রেপ্তার করল ওই প্রতারককে।
Advertisement