shono
Advertisement
YouTuber Jyoti Malhotra

বাংলার অলিগলিতে ঘুরে ভ্লগ, কী তথ্য পাচার লাস্যময়ী ইউটিউবার জ্যোতির?

বাংলায় ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি।
Published By: Sayani SenPosted: 09:58 AM May 19, 2025Updated: 01:49 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক গুপ্তচর লাস্যময়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রার (YouTuber Jyoti Malhotra) বাংলা যোগ। চলতি বছরেই কলকাতায় আসেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেন। আবার জনপ্রিয় দোকান থেকে বিরিয়ানিও খান। ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি। শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে বাংলায় এসেছিলেন জ্যোতি, স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে।

Advertisement

জ্যোতির ভ্লগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেওড়াফুলিতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সে কারণে রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে শিয়ালদহ স্টেশনে পৌঁছন। স্টেশনের সামনে দাঁড়িয়ে ভ্লগে হলুদ ট্যাক্সি দেখান। এবং হলুদ ট্যাক্সি চড়ে কলকাতার পথে ঘোরার ইচ্ছাপ্রকাশও করেন। শুধু তাই নয়, বারাকপুরের জনপ্রিয় দোকান থেকে কিনে বিরিয়ানিও খান। লোকাল ট্রেনেও চড়েন। সেকথা নিজেই ভ্লগেই জানান জ্যোতি। তাঁর ভ্লগে হাওড়া ও দমদম স্টেশন, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজের ছবি দেখা গিয়েছে। বরানগর মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরেও গিয়েছিলেন জ্যোতি। নদিয়ার গেদে সীমান্তর ছবিও দেখা গিয়েছে ভ্লগে। ভুটান যাওয়ার পথে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজেও গিয়েছিলেন। জানা গিয়েছে, একবার নয়। কমপক্ষে চারবার কলকাতায় আসে সে। আর তারপরই পাড়ি দেয় পাকিস্তানে।

দিন যত এগোচ্ছে ততই লাস্যময়ী ইউটিউবারের সম্পর্কে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে। ইউটিউবার জ্যোতির বাংলা যোগ নিয়ে একাধিক রহস্যের জট। শুধু বাংলায় ঘুরতেই এসেছিলেন জ্য়োতি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? মহানগরের বুকে কি নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন? জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে এই সংক্রান্ত তথ্য জোগাড়ের চেষ্টায় তদন্তকারীরা। এদিকে, শেওড়াফুলিতে কার আমন্ত্রণে জ্যোতি বাংলায় এসেছিলেন, তাঁর সঙ্গে সম্পর্ক কেমন, তা তদন্তসাপেক্ষ। ভ্লগে একা কলকাতায় আসার কথা উল্লেখ করেন করেছিলেন জ্যোতি। তবে তাঁর সঙ্গে আরও কেউ বাংলায় এসেছিলেন কিনা, সে বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাক গুপ্তচর লাস্যময়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রার বাংলা যোগ। চলতি বছরেই কলকাতায় আসেন।
  • বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেন। আবার জনপ্রিয় দোকান থেকে বিরিয়ানিও খান। ঘোরাফেরার ফাঁকে ফাঁকে ভ্লগও করেন তিনি।
  • শুধু ঘোরাফেরা নাকি তথ্য পাচারের উদ্দেশে বাংলায় এসেছিলেন জ্যোতি, স্বাভাবিকভাবে রহস্য দানা বাঁধছে।
Advertisement