shono
Advertisement

কোভিডে মৃত চিকিৎসকদের অর্ধেকেরও কম পরিবার পেয়েছে বিমার অর্থ, সংসদে স্বীকার কেন্দ্রের

এত কমজনের কাছে অর্থ পৌঁছনোর কারণ হিসেবে রাজ্যগুলোর ঘাড়ে দায় ঠেলল কেন্দ্র। The post কোভিডে মৃত চিকিৎসকদের অর্ধেকেরও কম পরিবার পেয়েছে বিমার অর্থ, সংসদে স্বীকার কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Sep 21, 2020Updated: 06:31 PM Sep 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ আগেই জানিয়েছিল এখনও পর্যন্ত কর্মরত অবস্থায় কোভিড-১৯’এর (COVID-19) কবলে পড়ে প্রাণ হারিয়েছেন দেশের ৩৮২ জন চিকিৎসক। এবার লোকসভায় কেন্দ্র জানিয়ে দিল, এ পর্যন্ত করোনার প্রকোপে নিহত ১৫৫ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের (Corona Warriors) বিমা বাবদ প্রাপ্য অর্থ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

নিহতদের পরিবারগুলিকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই ১৫৫ জনের মধ্যে ৬৪ জন চিকিৎসক। ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ফর হেলথ ওয়ার্কার্স ফাইটিং কোভিড-১৯’এর তত্ত্বাবধানে এই বিমার অর্থ দেওয়া হয়েছে। এই তালিকায় মহারাষ্ট্রের ২১ জন কোভিড যোদ্ধা রয়েছেন। গুজরাট ও পশ্চিমবঙ্গ – দুই রাজ্য থেকেই থেকে রয়েছে ১৪ জনের নাম। এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশের ১২ ও তামিলনাডুর ১০টি পরিবার।

[আরও পড়ুন: করোনা মোকাবিলা নাকি জলবায়ু পরিবর্তন রুখে দেওয়া? কীসে কতটা গুরুত্ব, দ্বিধাবিভক্ত বিশ্ব]

গত ৩০ মার্চ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ফর হেলথ ওয়ার্কার্স ফাইটিং কোভিড-১৯’-এর তত্ত্বাবধানে এই বিমার কথা ঘোষণা করা হয়। প্রথমে তিন মাসের জন্য এই বিমার কথা জানানো হলেও পরে তা ধাপে ধাপে বাড়ানো হয়।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যসভায় দাবি করেছিলেন, কত জন স্বাস্থ্যকর্মী করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন, সে সংক্রান্ত কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই। তাঁর এমন দাবি প্রকাশ্যে আসার পরে সমালোচনায় মুখর হয় বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ জানিয়ে বলেন, সরকার করোনা যোদ্ধাদের অপমান করছে।

[আরও পড়ুন: দ্রুত গলছে বরফ, সমুদ্রের জলস্তর নিয়ে ভয়ানক আশঙ্কার কথা শোনাল নাসা] 

এরপরই দ্রুত ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ জানিয়ে দেয়, করোনার কোপে এ পর্যন্ত মৃত চিকিৎসকের সংখ্যা ৩৮২। কিন্তু এতজন নিহতের মধ্যে কেন মাত্র ৬৪ জন চিকিৎসকের পরিবারকে বিমার অর্থ দেওয়া হয়েছে? এ প্রশ্নের উত্তরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কেন্দ্র জানায়, এর জন্য দায়ী বিভিন্ন রাজ্যের দীর্ঘসূত্রিতা। কারণ, এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিকেই কাজ করতে হয়। সেই কাজের গতি সব রাজ্যে সমান নয়। সেই জন্যই এখনও এত সংখ্যক নিহত চিকিৎসকের পরিবারকে বিমার অর্থ দেওয়া সম্ভব হয়নি।

The post কোভিডে মৃত চিকিৎসকদের অর্ধেকেরও কম পরিবার পেয়েছে বিমার অর্থ, সংসদে স্বীকার কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement