সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে জোড়া ধামাকা। টিআরপি তালিকায় যৌথভাবে প্রথম স্থান দখল করে নিয়েছে 'ফুলকি' ও 'গীতা এলএলবি'। ছোটপর্দার বক্সিং রিংয়ে বাকি সিরিয়ালগুলোর লড়াইও হাড্ডাহাড্ডি। কোন সিরিয়াল কোন জায়গা পেল, দেখে নেওয়া যাক।
ধারাবাহিকতা বজায় রেখেছে 'ফুলকি' (টিআরপি - ৭.৪ থেকে ৭.৯)। তবে সিরিয়ালে লাবণ্য ভোটে জেতার পর শান্তি নেই ফুলকি-রোহিতের জীবনে। সমস্যা এখন ইশিতা আর তমালের সম্পর্কের টানাপোড়েন নিয়ে। মোড় ঘোরানো ২ দিনের প্রোমো এসেছে প্রকাশ্যে। আর তাতে ফুলকিকে বাঁচাতে গিয়ে ইশিতার গুলিতে আহত হয় তমাল। অতএব নতুন বছরে টানটান উত্তেজনা।
'গীতা এলএলবি'র টিআরপি এই সপ্তাহে অনেকটাই বেড়েছে (টিআরপি - ৭.৩ থেকে ৭.৯)। নিজের শ্বশুরমশাইকে বেকসুর প্রমাণ করতে মরিয়া গীতা। মেহেকের সাহায্যে এই কাজে সাফল্য লাভ করতে পারবে সে? জানা যাবে আগামী এপিসোডে।
ধারাবাহিক 'জগদ্ধাত্রী' এবারে দ্বিতীয় স্থানে (টিআরপি - ৭.৮ থেকে ৭.২)। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী ও তার মেয়ে দুর্গাকে নিয়ে টানাপোড়েন তুঙ্গে। স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে মরিয়া স্বয়ম্ভূ। তাদের ঢাল কৌশিকী। 'কথা' ও 'পরিণীতা' এই সপ্তাহে যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে (টিআরপি - ৭.৭)। কথা ও তার পাচক মশাইকে বেশ টক্কর দিচ্ছে রায়ান ও পারুলের 'দাবাং কেমিস্ট্রি'। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে 'উড়ান' (টিআরপি - ৭.৩ )এবং 'রাঙামতি তীরন্দাজ' (টিআরপি - ৭.০ )।
আরও একটি টিআরপি তালিকা এসেছে প্রকাশ্যে। যেটি স্টার জলসার দর্শকরা অনুসরণ করেন। এই টিআরপি তালিকায় ধারাবাহিক 'কথা' রয়েছে প্রথম স্থানে। তার পরই রয়েছে 'গীতা এলএলবি'র স্থান। 'উড়ান' ধারাবাহিক পেয়েছে তৃতীয় স্থানের দখল। চতুর্থ স্থানে রয়েছে 'পরিণীতা'। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক 'ফুলকি'।