বুদ্ধদেব সেনগুপ্ত: বাংলার সাংবিধানিক প্রধানের দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরির সঙ্গে সাক্ষাৎ হয়নি। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার দিল্লি সফরে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে গিয়ে ধনকড়ের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও আনন্দ বোসের বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
নয়া রাজ্যপাল আনন্দ বোসের কর্মকাণ্ড নিয়ে কার্যত ঝড় বয়ে যাচ্ছে গেরুয়া শিবিরে। প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ট প্রাক্তন এই আমলাকে নিয়ে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলতে বারণ করা হয় রাজ্য নেতাদের। এরমধ্যেই রবিবার রাতে অব্যাহতি দেওয়া হয় রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে।
[আরও পড়ুন: কাশ্মীরের আসন পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে কেন্দ্র]
ঠিক তার পরেই দিল্লি যান সিভি আনন্দ বোস। সোমবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। উপরাষ্ট্রপতি নিজেই টুইট করে বৈঠকের বিষয়টি জানালেও ঠিক কী নিয়ে কথা হয় তা অবশ্য গোপন রেখেছেন। তবে আনন্দ বোসের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে বলে রাজধানীতে খবর। সেক্ষেত্রে দু’জনের মধ্যে অবশ্যই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে বঙ্গ বিজেপির একাংশের ভূমিকায় তিনি যে অসন্তুষ্ট তাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন বলে মনে করছে দিল্লির রাজনৈতিক মহল।