shono
Advertisement

ছোট থেকে ক্রিকেটের ভক্ত! পাঠানের জন্য মাটির ব্যাট-বল তৈরিতে ব্যস্ত বহরমপুরের দীপিকা

কী জানাচ্ছেন ওই শিল্পী?
Posted: 05:12 PM Mar 24, 2024Updated: 05:34 PM Mar 24, 2024

কল্যাণ চন্দ, বহরমপুর: নিজে কোনও দিন মাঠে ক্রিকেট খেলেননি। তবুও ক্রিকেট ভক্ত ছোট থেকেই। তবে পেটের টানে বহরমপুরের নওদার আমতলা গ্রামের এমএ পাস দীপিকা মাঝি এখন মৃৎশিল্পী। এবার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) জন্য মাটির ব্যাট-বল তৈরি করছেন তরুণী। ইচ্ছে নিজের হাতে পাঠানের হাতে এই উপহার তুলে দেওয়ার।

Advertisement

জানা গিয়েছে, দীপিকা মাঝি নামে ওই তরুণীর হাতের তৈরি দুর্গা, কালী, সরস্বতী প্রতিমা বিক্রি হয় গোটা নওদা ব্লকে। সেই দীপিকা মাঝি এখন মাটির ব্যাট-বল বানাচ্ছেন ইউসুফ পাঠানের জন্য। নওদা ব্লকে ভোট প্রচারে ইউসুফ পৌছালেই তাঁর হাতে মাটির তৈরি ব্যাট-বল তুলে দেবেন মৃৎশিল্পী দীপিকা। চলছে তার জোর প্রস্তুতি। শনিবার দীপিকা জানান, তিনি ক্রিকেট প্রেমী। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থেকে আইপিএল, সমস্ত কিছুই দেখেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন জেনেই খুশিতে ডগমগ তিনি।

[আরও পড়ুন: বড় ভূমিকা ছিল রাফালে চুক্তিতে, এবার বিজেপিতে যোগ প্রাক্তন বায়ুসেনা প্রধানের]

দীপিকা জানান, বহরমপুর লোকসভার অন্তর্গত নওদা ব্লকে ইউসুফ পাঠান যেদিন ভোট প্রচারে যাবেন, সেদিন তিনি মাটির তৈরি ব্যাট-বল ওই ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থীর হাতে তুলে দেবেন। মাটির ওই ব্যাট-বল ইউসুফ পাঠান ধরে রাখবেন বলেই তিনি বিশ্বাস করেন। এদিকে জানা গিয়েছে, আগামী ২৮ মার্চ ইউসুফ পাঠান নওদা ব্লকে ভোট প্রচারে যাবেন। সেই সময় তাঁর হাতে মাটির তৈরী ব্যাট-বল তুলে দেবেন বলে আশায় রয়েছেন নওদার মৃৎশিল্পী দীপিকা।

[আরও পড়ুন: গাড়িতে রক্তের দাগই ধরিয়ে দিল ‘খুনি’কে! ২৪ ঘণ্টার মধ্যে নিউ টাউনে ট্রলি ব্যাগে দেহ রহস্যের কিনারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার